রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ছোট পর্দার অনুষ্ঠানমালা

নতুনধারা
  ০৮ এপ্রিল ২০২৩, ০০:০০

আজ রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান 'সিঁথির অতিথি'। কণ্ঠশিল্পী সিঁথি সাহার উপস্থাপনায় অনুষ্ঠানটিতে প্রতি পর্বে একজন সঙ্গীতশিল্পী উপস্থিত থাকেন।

সপ্তাহের প্রতি শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'কাজল রেখা'। অমিতাভ ভট্টাচার্যের নাট্যরূপে নাটকটি পরিচালনা করছেন এস এম সালাহ উদ্দিন। অভিনয় করছেন আরমান পারভেজ মুরাদ, সুষমা সরকার, মুনিরা ইউসুফ মেমি, সৈয়দ শুভ্র, অবিদ রেহান, টুটুল চৌধুরী, ফারজানা ছবি, গোলাম ফরিদা ছন্দা, ফারজানা চুমকি, শুভেচ্ছা রহমান, মোমেনা চৌধুরী, ঝুনা চৌধুরী, শাখাওয়াত শিমুল, লাবণ্য লিজা, সানজিদা মিলা ও নাইরুজ সিফাত।

বাংলাভিশনে সপ্তাহের প্রতি বুধ থেকে রোববার রাত ৮টায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'গুলশান এভিনিউ-২'। তারিক আনাম খানের নির্বাহী প্রযোজনায় ও নিমা রহমানের পরিচালনায় নাটকটিতে প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করছেন তানভীন সুইটি, ফারজানা চুমকি, দীপা খন্দকার, শিবা সানু, শাহীন, মাহা, মিম চৌধুরী, তৃষ্ণাসহ আরও অনেকে।

বৈশাখী টিভিতে সপ্তাহের প্রতি শনি, রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে ও রাত ১১টায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'বউ শাশুড়ি'। টিপু আলম মিলনের গল্পে, আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আল মনসুর, অহনা, সাজু খাদেম, মুনিরা মিঠু, আরফান আহমেদ, নাজিরা মৌ, জয়রাজ, অবাক, আইরিন তানি, আমিন আহমেদ, অনামিকা, গুলশান আরাসহ অনেকেই।

চ্যানেল আইয়ে সপ্তাহের প্রতি শুক্রবার থেকে বুধবার রাত ৮টায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'ষন্ডাপান্ডা'। পারিবারিক ও প্রেম-ভালোবাসার গল্প নিয়ে নাটকটি পরিচালনা করেছেন সালাহ উদ্দিন লাভলু। অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, আখম হাসান, বৃন্দাবন দাস, মোহনা মিম, ছন্দা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে