সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

জয়া প্রদাকে ৬ মাসের জেল জরিমানা

বিনোদন ডেস্ক
  ১৩ আগস্ট ২০২৩, ০০:০০

বলিউডের এক সময়ের সাড়া জাগানো অভিনেত্রী জয়া প্রদা। বেশ পুরনো একটি মামলায় তাকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন চেন্নাইয়ের আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে এ অভিনেত্রীকে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, চেন্নাইয়ের এক থিয়েটার কর্মচারীর দায়ের করা মামলায় শাস্তি দেওয়া হয়েছে অভিনেত্রী জয়া প্রদাকে। চেন্নাইয়ে অভিনেত্রীর মালিকানাধীন একটি সিনেমা হল রয়েছে। যেটির নাম রাম কুমার এবং রাজা বাবু। আর সেই হলেরই কর্মীরা ইএসআই না পেয়ে আদালতের দ্বারস্থ হন। জয়ার বিরুদ্ধে অভিযোগ, নিজের কেনা সিনেমা হলের কর্মীদের বেতন থেকে কেটে নেওয়া স্বাস্থ্যবিমার টাকা জমা দেননি তিনি। কয়েক বছর আগে চেন্নাইয়ে একটি সিনেমাহল কিনেছিলেন জয়া। তবে লোকসান হওয়ায় হলটি বন্ধ করে দেন তিনি। এর পরই জয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে, যে কর্মীরা ওই সময় কর্মরত ছিলেন, তাদের বেতন থেকে কেটে নেওয়া স্বাস্থ্যবিমার টাকা জমা দেওয়া হয়নি। এ নিয়ে কর্মীরা অভিযোগ করলে জয়ার বিরুদ্ধে চেন্নাইয়ের এগমোড় ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। অভিনেত্রী অভিযোগ স্বীকার করে নেন এবং মামলার বাদীদের আশ্বাস দেন, বকেয়া সব মিটিয়ে দেবেন। মামলা খারিজ করার আবেদন জানান তিনি। কিন্তু তাতে কাজ হয়নি। জয়ার সেই আবেদন খারিজ করে শুক্রবার ওই মামলার শাস্তি ঘোষণা করেন আদালত।

ওই সিনেমাহল ব্যবসায় রাম কুমার ও রাজা বাবু নামে দুই সহযোগী ছিলেন জয়ার সঙ্গে। তাদেরও দোষী সাব্যস্ত করা হয়েছে এ মামলায়। এ অভিনেত্রী উনিশ শতকের সত্তর-আশি-নব্বই দশকে হিন্দি ও তেলেগু সিনেমায় অভিনয় করে খ্যাতি লাভ করেন। তাকে 'আখেরি রাস্তা', 'আজ কা অর্জুন', 'সারগাম', 'সিন্দুর', 'শ্রী শ্রী মুবা' ও 'মা' ইত্যাদি সিনেমায় দেখা গেছে। হিন্দি ও তেলেগু ছাড়াও তামিল, কন্নড়, মালয়ালম, মারাঠি ও বাংলা সিনেমায় অভিনয় করেছেন জয়া প্রদা। ২০০৪ এবং ২০০৯ সালে সমাজবাদী পার্টি থেকে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন এবং সংসদ সদস্য নির্বাচিত হন জয়া প্রদা। তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়েছিল ১৯৯৪ সালে তেলেগু দেশম পার্টিতে যোগদানের মাধ্যমে। এরপর ১৯৯৬ সালে রাজ্যসভার সদস্য মনোনীত হন। আর ২০১৪ সালে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন এ তারকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে