ভারতের আলোচিত অভিনেত্রীদের একজন তামান্না ভাটিয়া। এই অভিনেত্রী দীর্ঘদিন ধরেই চুটিয়ে প্রেম করে আসছেন অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে। ২০২৫ সালেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন- এমন আভাস দেওয়া হয় গত বছরেই। দুই তারকার ঘনিষ্ঠ সূত্রের বরাতে খবরটি প্রকাশ করে অনলাইন গণমাধ্যম ১২৩তেলেগু ডটকম। তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় ভার্মার প্রেমের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই 'টক অব দ্য টাউন'। রেস্তোরাঁ থেকে সিনেমার পার্টি, সবখানেই হাতে হাত রেখে একসঙ্গে প্রবেশ করছেন তামান্না-বিজয়। পাপারাজ্জিদের ক্যামেরার সামনেও কোনো রাখঢাক নেই তাদের। নেটফ্লিক্সে সুজয় ঘোষের সিনেমায় পর্দায় তাদের জুটি ব্যাপক আলোচিত হয়, জানা যায়, এ সিনেমাটির শুটিংয়ের প্রেমে পড়েন তারা। এবার প্রেম থেকে তা গড়াচ্ছে পরিণয়ে। মুম্বাইয়ে বিলাসবহুল একটি বাড়ি হন্যে হয়ে খুঁজছেন এই জুটি। বিভিন্ন সূত্রে জানা গেছে, বিয়ে ও বিয়ের পর সেই বাড়িতেই থাকার পরিকল্পনা ওই জুটির। দুই তারকার ঘনিষ্ঠ সূত্রটি আরও জানিয়েছে, ডেস্টিনেশন ওয়েডিং নয়, বরং ভারতেই বিয়ে করার পরিকল্পনা তাদের। তবে এখনো বিয়ের দিনক্ষণ কিছু জানা যায়নি।
এদিকে ২০২৪ সালটি বেশ ভালোই কাটিয়ে দিয়েছেন তামান্না ভাটিয়া। এই তারকা বলেন, বছরটা সুন্দরভাবে কাটিয়েছি। আমার অভিনীত 'আরনমনাই' ১০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। অন্য ভাষায় ডাব না করেই তামিল ছবির এত আয়, সত্যি দারুণ ব্যাপার! ছবিটা নারীকেন্দ্রিক। 'সিকান্দার কা মুকাদ্দার' ছবির জন্যও সবার প্রশংসা পাচ্ছি। ওটিটি ও প্রেক্ষাগৃহ দুই মাধ্যমের স্বাদ সমান উপভোগ করছি। সত্যি, নিজেকে ভাগ্যবতী মনে করি। দক্ষিণের পাশাপাশি বলিউডেও এখন সমানতালে কাজ করছেন তামান্না। কিন্তু অভিনেত্রীর অভিযোগ, বলিউড তাকে সেভাবে সুযোগ দেয়নি। তবে 'সিকান্দার কা মুকাদ্দার' ছবির জন্য নির্বাচন করায় নীরজ পান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তামান্না বলেন, 'এই ছবিতে কামিনী সিং হয়ে ওঠার জন্য নিজেকে সম্পূর্ণ ভেঙেচুরে নিয়েছিলাম। নীরজ স্যারের পাশাপাশি নেটফ্লিক্সকেও ধন্যবাদ
জানাতে চাই।'
তামান্না আরও বলেন, 'এ রকম জটিল একটা চরিত্রের জন্য তারা আমাকে ভেবেছে, আমার প্রতি আস্থা দেখিয়েছে, এটাই বড় কথা।' পরপর সাফল্য উদ্?যাপন প্রসঙ্গে অভিনেত্রী বলেন, 'এটা শুধু আমার নয়, গোটা টিমের সাফল্য। আমি মনে করি, একটা ছবি নির্মাণের পেছনে থাকে সবার মিলিত প্রয়াস। ছবি নির্মাণ মানেই দলগত কাজ।'