শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
ফাহাদ হত্যা

তদন্ত কর্মকর্তার অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ হয়নি

যাযাদি রিপোর্ট
  ২৬ জানুয়ারি ২০২১, ০০:০০

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ জোনাল টিমের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামানের অবশিষ্ট সাক্ষ্য গ্রহণ দ্বিতীয় দিনেও হয়নি।

সোমবার ঢাকার দ্রম্নত বিচার ট্রাইবু্যনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে তার সাক্ষ্যগ্রহণের কথা ছিল। আদালতের স্টেনোগ্রাফার অলিউল ইসলাম অসুস্থ থাকায় আগামী ৩১ জানুয়ারি তার অবশিষ্ট সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন আদালত।

\হ

রোববার দুপুরে একই আদালতে প্রথম দিনের জবানবন্দি দেন তিনি। এতে তদন্তে গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও জব্দকৃত আলামতের বিবরণ দাখিল করেন

এদিন জবানবন্দি গ্রহণ শেষ না হওয়ায় সোমবার তার অসমাপ্ত জবানবন্দি গ্রহণের দিন ধার্য করেছিলেন আদালত। মামলাটিতে রাষ্ট্রপক্ষে ৬০ জন সাক্ষীর মধ্যে এর আগে ৪৫ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। তদন্ত কর্মকর্তার সাক্ষীর মাধ্যমে এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে