শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

'ইউনিফর্ম পরা কাউকে দেখলেই ডিবির্-যাব মনে করবেন না'

ম যাযাদি রিপোর্ট
  ২৮ অক্টোবর ২০২১, ০০:০০

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার হারুন অর রশীদ বলেছেন, র্'যাব, পুলিশ বা ডিবির ইউনিফর্ম পরা দেখলেই তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মনে করবেন না। তাদের ডাকে সাড়া দেওয়ার কোনো কারণ নেই। তাদের পরিচয় নিশ্চিত হতে প্রয়োজনে বাকবিতন্ডা করুণ। মানুষ জড়ো করুন। কাছের থানা পুলিশ বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিন।'

বুধবার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে মানুষকে তুলে নিয়ে ছিনতাইয়ের ঘটনা প্রতিরোধে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে ২৬ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর, মতিঝিল এলাকা থেকে ৯ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে ডিবি। তারা হলো- মো. আব্দুলস্নাহ আল মামুন, মো. ইমদাদুল শরীফ, খোকন, মাসুদুর রহমান তুহিন, মো. মামুন শিকদার, মো. কমল হোসেন, মো. ওয়াহিদুল ইসলাম, ফারুক ব্যাপারী ও মো. মতিউর রহমান। এই চক্রটি ডিবি ওর্ যাবের পরিচয় দিয়ে মানুষকে তুলে নিয়ে ছিনতাই করে নির্জন কোনো জায়গায় ফেলে রাখত।

হারুন অর রশীদ বলেন, 'ঢাকা মহানগরী এবং আশপাশের এলাকায় প্রাইভেট কার ও মাইক্রোবাসে ভুয়ার্ যাব-ডিবি পুলিশ পরিচয়ে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়া অথবা ব্যাংক থেকে টাকা উত্তোলনকারী ব্যক্তিদের জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয় চক্রটি। এরপর সাভারের আশুলিয়া, কখনো বেড়িবাঁধ, কখনো নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে নিয়ে ব্যাপক মারধর করে। ভয় দেখিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা অথবা ভিকটিমদের ডেবিট-ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করে হাতিয়ে নেয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় ডাকাতি ও মাদক নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা হয়েছে।'

ডিবির এই কর্মকর্তা বলেন, 'ভুক্তোভোগীরা মামলা করতে চান না। অনেকে পুলিশকে জানান না। যে ৯ জনকে গ্রেপ্তার করেছি, প্রত্যেকের বিরুদ্ধে ডাকাতি, নারী নির্যাতন ও ধর্ষণের মামলা পেয়েছি। এ ধরনের ছিনতাইয়ের কবলে পড়লে আপনারা থানায় জানান। থানায় না গেলে আমাদের কাছে আসুন। আমরা আপনাদের অভিযোগ নেব।'

নাগরিকদের উদ্দেশে হারুন অর রশীদ বলেন, 'প্রত্যেককে সাহসের সঙ্গে এগিয়ে আসতে হবে। তাহলে আমরা অপরাধ চক্রকে ধরতে পারব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে