রোববার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ২ সপ্তাহ বাড়ছে

ম যাযাদি রিপোর্ট
  ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ২ সপ্তাহ বাড়ছে

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় দেশের শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আরও দুই সপ্তাহ বাড়ছে। বুধবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সাংবাদিকদের শিক্ষামন্ত্রীর এ বক্তব্যের কথা জানান।

এর আগে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি আরও কিছু দিন দেখার পক্ষে মত দিয়েছেন, যেহেতু করোনার সংক্রমণ এখনো প্রায় ৩০ শতাংশ। সে কারণে চলমান ছুটি বাড়বে।

করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতির উন্নতি হলে দীর্ঘ ১৮ মাস পর শিক্ষা

প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। স্বল্প পরিসরে শ্রেণি কার্যক্রম চলছিল। কিন্তু সম্প্রতি নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। গত ২১ জানুয়ারি এই ছুটি শুরু হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায়। ওই নির্দেশনায় বলা হয়, ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রম্নয়ারি পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ থাকবে। স্কুল বন্ধ করে দেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি ২১ জানুয়ারি বলেন, 'এখন শিশুদের মধ্যে সংক্রমণ ঘটছে। এটি আগে ছিল না। এটা আমলে নিতে হয়েছে। মাঠের চিত্রের ওপর ভিত্তি করেই বন্ধের সিদ্ধান্ত হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে