শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ম স্বদেশ ডেস্ক
  ১৮ মে ২০২২, ০০:০০

বিভিন্ন স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ শুভ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার কিছু এলাকায় এবং আজ বুধবার উদ্বোধন করা হবে।

রাজাপুর (ঝালকাঠি) : ঝালকাঠির রাজাপুরে মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক জোহর আলী প্রধান অতিথি এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় রাজাপুর ইউনিয়ন একাদশ গালুয়া ইউনিয়ন একাদশকে ১-০ গোলে পরাজিত করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, এসিল্যান্ড অনুজা মন্ডল, উপজেলা আওয়াম লীগের সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম খান, রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন ইউএনও নুসরাত জাহান খান।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭), ২০২২" আজ বুধবার বিকালে উদ্বোধন করা হবে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে প্রেসব্রিফিং করেন ইউএনও ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি শরীফুল আলম তানভীর।

প্রেসব্রিফিংএ তিনি জানান, বিগত বছরের ন্যায় এ বছরও দেশব্যাপী 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭), ২০২২' ও 'বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭), ২০২২' শীর্ষক টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার ১৪ ইউনিয়নের মধ্যে দুই গ্রম্নপে এবং দুই ভেনু্যতে এ খেলা অনুষ্ঠিত হবে।

প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. আমিন, উপজেলা পলিস্ন উন্নয়ন কর্মকর্তা টিপু সুলতান, উপজেলা জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী আক্তার হোসেন, একাডেমিক সুপার ভাইজার খোকন মিয়া, প্রেস ক্লাব সভাপতি নজরুল ইসলাম বাবুল প্রমুখ।

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বিকালে কুট্টাপাড়া শেখ রাসেল স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলা সরাইল ইউনিয়ন পরিষদের বালিকাকে হারিয়ে পানিশ্বর ইউনিয়ন পরিষদের বালিকা দল ০-২ গোলে এবং শাহবাজপুর বালককে হারিয়ে নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের বালক দল ০-১ বিজয় হয়েছে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। ভারপ্রাপ্ত ইউএনও ও এসিল্যান্ড ফারহানা নাসরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন থানার ওসি আসলাম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হানিফ মিয়া, রোকেয়া বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান।

শিবগঞ্জ (বগুড়া) : শিবগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে টুর্নামেন্ট উপজেলা পর্যায়ে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে ভারপ্রাপ্ত ইউএনও আজাহার আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার তারক নাথ কুন্ডু, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আজিজুল হক, শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস, ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, বেলাল হোসেন প্রমুখ।

আমতলী (বরগুনা) : বরগুনার আমতলীতে মঙ্গলবার সকালে আমতলী এ. কে. সরকারি হাইস্কুল মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজিবর রহমান। ইউএনও এ. কে. এম আব্দুলস্নাহ বিন রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মতিয়ার রহমান, এসিল্যান্ড নাজমুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান খান বাদল, আসাদুজ্জামান মিন্টু মলিস্নক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম মৃধা।

বোচাগঞ্জ (দিনাজপুর) : দিনাজপুরের সেতাবগঞ্জ বড়মাঠে মঙ্গলবার টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও ছন্দা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেতাবগঞ্জ পৌর মেয়র মো. আসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী।

কলমাকান্দা (নেত্রকোনা) : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সোমবার টুর্নামেন্টের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার এমপি, উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, ইউএনও আবুল হাসেম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পলাশ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আজাদ, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান প্রমুখ।

পোরশা (নওগাঁ) : নওগাঁর পোরশায় মঙ্গলবার বিকালে পোরশা সরকারি কলেজ মাঠে নক আউট ভিত্তিক খেলার উদ্বোধন করেন ইউএনও নাজমুল হামিদ রেজা। এ সময় এসিল্যান্ড জাকির হোসেন, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, থানার ওসি জহুরুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, নিতপুর ইউনিয়ন চেয়ারম্যান এনামুল হক ও তেতুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান ফজলুল হক শাহ্‌ চৌধুরী উপস্থিত ছিলেন।

পত্নীতলা (নওগাঁ) : নওগাঁর পত্নীতলায় সোমবার নজিপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম খেলার উদ্বোধন করেন শহিদুজ্জামান সরকার এমপি। উদ্বোধনী খেলায় নজিপুর পৌরসভা দল নজিপুর ইউপি দলকে ৫-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়।

ভারপ্রাপ্ত ইউএনও রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফ্‌ফার। উপস্থিত ছিলেন নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী, পত্নীতলা থানার ওসি শামসুল আলম শাহ্‌, উপজেলা পলস্নী উন্‌্নয়ন কর্মকর্তা পোলস্নাদ কুমার কুন্ডু, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি বুলবুল চৌধরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে