শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভুল চিকিৎসায় চোখ নষ্ট, মামলা দায়ের

ম ময়মনসিংহ প্রতিনিধি
  ১২ আগস্ট ২০২২, ০০:০০

ভুল চিকিৎসায় চোখ নষ্ট হওয়ার অভিযোগে ময়মনসিংহ আদালতে মামলা দায়ের করা হয়েছে। ১০ আগস্ট এফবিসিসিআইয়ের পরিচালক মো. সামিউল হক সাফা ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে ঢাকার সোবহানবাগ এলাকার দীন মো. চক্ষু হাসপাতাল অ্যান্ড রিসার্স সেন্টারের চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা. দীপক নাগকে। আদালত মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি মডেল থানাকে নথিভুক্ত করার আদেশ দিয়েছেন।

বাদীর অভিযোগ, মাহজাবীন চোখে সমস্যা হওয়ায় প্রফেসর নাগের কাছে চিকিৎসা নিতে গেলে তিনি চোখে লেজার চিকিৎসা করেন। এরপর চোখে অন্ধকার দেখতে শুরু করেন মাহজাবীন। পরে মাহজাবীনকে জাতীয় চক্ষু ইনস্টিটিউট হাসপাতালে নিলে চিকিৎসকরা জানান, তার চোখের ৩৩ ভাগ রেটিনা চিরতরে নষ্ট হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের নিলে সেখানেও বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান ভুল চিকিৎসার কারণে তার চোখের রেটিনার ৩৩ ভাগ নষ্ট হয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে