সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

স্বদেশ ডেস্ক
  ২৬ মার্চ ২০২৩, ০০:০০

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গণহত্যা দিবস পালন করা হয়েছে। দিবস উপলক্ষে শনিবার বিভিন্ন স্থানে শহীদদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদনসহ শোকর্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার চিত্র তুলে ধরেন এবং স্বাধীন বাংলাদেশ অর্জনে বাঙালিদের ভূমিকার কথা আলোচনা করেন। একইসঙ্গে আজ ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-

বরিশাল অফিস জানায়, বরিশালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার আমিন উল আহসান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন। উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আবু আহমদ আল মামুন, জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মাহাবুব উদ্দীন আহমেদ বীর বিক্রম ও বীর মুক্তিযোদ্ধা কে এস এম মহিউদ্দিন মানিক বীর প্রতীক।

স্টাফ রিপোর্টার, নীলফামারী জানান, নীলফামারীতে সরকারি কলেজের বধ্যভূমিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা প্রশাসন ও পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। পরে শিল্পকলা অডিটোরিয়ামে আলোচনা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক উপসচিব বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কান্তি ভূষণ কুন্ডু, পৌর সভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মুজিবুল হাসান চৌধুরী শাহীন, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রমুখ।

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানিয়েছেন, টাঙ্গাইলে শনিবার সকালে জেলা সদরের বধ্যভূমি স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। দিবসের শুরুতে টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, সিভিল সার্জন অফিস, পৌরসভা, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বধ্যভূমি স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

পরে জেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস উপলক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম আরা রিনির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুউদ্দীন, পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বীরপ্রতীক ও খন্দকার জহুরুল হক ডিপটি, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি জানান, খাগড়াছড়িতে বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা) মনজুরুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার নাইমুল হক, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার, খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ন কবির, সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত, প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া প্রমুখ।

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা জানান, নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে শহরের মোক্তারপাড়া পাবলিক হলে দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে এবং সাংস্কৃতিক কর্মী চিন্ময় তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন পুলিশ সুপার ফয়েজ আহমেদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. সেলিম মিঞা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নুরুল আমিন, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মতিন খান প্রমুখ।

চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরে দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ। অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, এনএসআই'র উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টার প্রমুখ।

মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুরে বেলা ১১টার সময় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক ডক্টর মুনছুর আলম খানের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র সহকারী কমিশনার রনি খাতুনের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মুজাহিদুল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটার অ্যাডভোকেট পলস্নব ভট্টাচার্য, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস।

ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরে দুপুরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বিএমএ'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বিপুল ঘোষ।

আরও বক্তব্য রাখেন বিএমএ'র সভাপতি ডা. আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটু, স্বাচিপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. এম এ জলিল, হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক, বিএমএ দপ্তর সম্পাদক ডা. শেখ মো. শহিদুলস্নাহ প্রমুখ।

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে আলোচনা সভায় কালরাতের পৈশাচিক কর্মকান্ড ও বর্বর হত্যাকান্ডের বিষয় স্মরণ করিয়ে আলোচনা করেন বক্তারা। বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামছুল আলম প্রধান, উপজেলা সহকারী ভূমি কমিশনার (এসি ল্যান্ড) আল মামুন, মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) সিরাজুল হক, উপজেলা প্রকৌশলী রাকিবুল হাসান, শ্রীপুর থানার ওসি তদন্ত আজিজুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম মোহিতুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল হক, পলস্নী উন্নয়ন কর্মকর্তা আরিফা আক্তার প্রমুখ।

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, মৌলভীবাজারের রাজনগরে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞে নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা হয়েছে। দিবস উপলক্ষে শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

ইউএনও ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন এসি ল্যান্ড সানজিদা আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আফজালুর রহমান, রাজনগর থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, ফায়ার সার্ভিসের ইনচার্জ আলী হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সজল চক্রবর্তী, রাজনগর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন প্রমুখ।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা সম্মেলন কক্ষে ইউএনও অংগ্যজাই মারমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মুরাদ হোসেন ভূইয়া। বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুয়েল মজুমদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, আখাউড়া থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম, আখাউড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হান্নান খাদেম, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জালাল হোসেন মামুন প্রমুখ।

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত ইউএনও ও এসিল্যান্ড শাহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সরওয়ার জাহান বাদশাহ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন। উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সর্দার আবু সালেক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাঈদা সিদ্দিকা, মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ প্রমুখ।

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানান, চাঁদপুরের ফরিদগঞ্জে পৌরসভার হলরুমে নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। সাখাওয়াত হোসেন মিন্টুর পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী দেলওয়ার হোসেন, কাউন্সিলর জাহিদ হোসেন, সাজ্জাদ হোসেন টিটু, ক্যাশিয়ার গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সামাদ মিন্টু ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাজীব মজুমদার।

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি জানান, শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও কাফী বিন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। উপস্থিত ছিলেন এসিল্যান্ড সুজন দাশগুপ্ত, উপজেলা কৃষি অফিসার মো. শাহাবুদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ আবুল খায়ের, গোসাইরহাট থানার ওসি আসলাম সিকদার, আইসিটি অফিসার মাইনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ।

হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, ঝিনাইদহের হরিণাকুন্ডুতে শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিটের নিরবতা পালন করা হয়। আলোচনায় সভাপতির বক্তব্য দেন ইউএনও সুস্মিতা সাহা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা উজ্জ্বল কুমার, মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, থানার উপপরিদর্শক আশিষ কুমার প্রমুখ বক্তব্য দেন।

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গার জীবননগরের ইউএনও রোকুনুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, এসিল্যান্ড তিথি মিত্র, জীবননগর থানার ওসি আব্দুল খালেক, উপজেলা সহকারী কৃষি অফিসার আরিফ হোসেন, উপজেলা সমবায় অফিসার নুর আলম, একটি বাড়ি একটি খামার প্রকল্প কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লতিফা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বদর উদ্দীন প্রমুখ।

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি জানান, মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের হলরুমে স্মৃতিচারণ ও আলোচনা সভায় ইউএনও রামানন্দ পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মকছেদুল মোমিন, থানার ইন্সপেক্টর (তদন্ত) মজিবর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াহিদুজ্জমান।

নকলা (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের নকলায় ইউএনও বুলবুল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধো শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, নকলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ।

নল?ছি?টি (ঝালকা?ঠি) প্রতি?নি?ধি জানান, ঝালকাঠির নলছিটিতে ইউএনও জান্নাত আরা নাহিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। আরও বক্তব্য দেন নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান, নলছিটি থানার ওসি আতাউর রহমান, সহকারী অধ্যাপক ও সাংবাদিক মেসবাহ খান রতন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জমাদ্দার, বীর মুক্তিযোদ্ধা শেখ হাবিবুর রহমান প্রমুখ।

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর নিয়ামতপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার কমিশন নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি প্রকৌশলী বজলুর রশিদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন এসিল্যান্ড লিজা আক্তার বিথী। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সমাজসেবা অফিসার আসাদুলস্নাহ, পলস্নী বিদু্যৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বিমল কুমার প্রামাণিক, সুবাস সরকার প্রমুখ।

পলাশ (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর পলাশে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় ইউএনও রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। আরও বক্তব্য রাখেন এসিল্যান্ড সিলভিয়া স্নিগ্ধা, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ, মহিলা বিষয়ক অফিসার রেহানা পারভীন, শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক মন্টু প্রমুখ।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, গণহত্যা দিবস উপলক্ষে পীরগঞ্জ সরকারি কলেজে আলোচনা সভা হয়েছে। কলেজের হলরুমে জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর বদরুল হুদার সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর মতিন, সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর কৃষ্ণ মোহন রায়, উপাধ্যক্ষ কামরুল হাসান, শিক্ষক পরিষদ সম্পাদক ও সহযোগী আধ্যাপক একরামুল হক, প্রভাষক ফনিন্দ্র নাথ রায়, প্রধান সহকারী সিরাজুল ইসলাম, কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি রাজিউর রহমান রাজু ও সম্পাদক হাসিনুর ইসলাম প্রমুখ।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার। মুখ্য আলোচক ছিলেন নিতপুর স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক। এ সময় ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুলস্নাহ্‌ আল মামুন, শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, ইউআরসি ইন্সিট্রাক্টর কামরুজ্জামান সরদার, থানার ওসি (তদন্ত) শাহ্‌ আলম সরদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী, প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন।

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি জানান, ভোলার বোরহানউদ্দিনে সংসদ সদস্য আলী আজম মুকুল শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের দিনের কর্মসূচি শুরু করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও নওরীন হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, এসিল্যান্ড মুন্নী ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, ওসি মনির হোসেন মিয়া প্রমুখ।

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ইউএনও ফারুক আল মাসুদের সভাপতিত্বে উপজেলার হলরুমে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, এসিল্যান্ড আশরাফুল কবীর, ওসি তদন্ত আবুল কাশেম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তুফা কামাল, কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার প্রমুখ।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর মান্দায় মান্দা মমিন শাহানা সরকারি কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভা ও দোয়া মাহফিলে অধ্যক্ষ বেদারুল ইসলাম বলেন, ২৫ মার্চ বাঙালি জাতির গৌরবময় ইতিহাসের বর্বরোচিত ও নিকৃষ্টতম, কলঙ্কজনক, জঘন্যতম গণহত্যার এক কালো অধ্যায়। দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনায় প্রতিবছরের মতো এবারেও 'মান্দা মমিন শাহানা সরকারি কলেজ'-এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মোলস্নাহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের মোলস্নাহাটে ইউএনও খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অব. যুগ্ম সচিব এমডি আল আমিন, থানার ওসি সোমেন দাশ, অধ্যক্ষ এল জাকির হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান, প্রেস ক্লাব মোলস্নাহাটের সাধারণ সম্পাদক এমএম মফিজুর রহমান প্রমুখ।

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, খাগড়াছড়ির রামগড়ে ইউএনও মমতা আফরিনের সভাপতিত্বে কালো রাতের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন রামগড় উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ছালেহ আহম্মদ, মোস্তফা হোসেন, ভুপেন ত্রিপুরা।

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি জানান, টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অধ্যক্ষ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং শিক্ষক আতাউল রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বিএ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টঙ্গী পৌরসভার সাবেক কমিশনার নজরুল ইসলাম শেখ, গাজীপুর জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট মো. শাহজাহান, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ দিবা শাখার সহকারী প্রধান মজিবুর রহমান, প্রভাতী শাখার সহকারী প্রধান আব্বাস আলী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে