সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

স্বপ্ন তরীর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নতুনধারা
  ২৭ মার্চ ২০২৩, ০০:০০

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বপ্ন তরী উন্নয়ন সংস্থার উদ্যোগে শহীদদের স্মরণে শহীদ স্মৃতি পাঠাগারের শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় রাজধানীর গেন্ডারিয়ায় শহীদ স্মৃতি পাঠাগার কার্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সংস্থার সভাপতি কোহিনুর বেগম। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার মাধ্যমেই আজকের এই দিনে দেশের স্বাধীনতাকামী মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশকে স্বাধীন করেছে। তিনি মুক্তিযুদ্ধে শহীদ হওয়া মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি ও দেশবাসীর মঙ্গল কামনা করেন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন- শহীদ স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা উত্তম কুমার। এ সময় স্বাধীনতার সুফল তুলে ধরে সভাপতির বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত, সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের ওপর বিভিন্ন ছবি অঙ্কন করতে পেরে ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পেরে ছোট ছোট কোমলমতি শিশুরা আনন্দিত হয়। বিকাল ৪টায় কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। পরে অংশগ্রহণকারী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেছে সংস্থাটি। এ সময় উপস্থিত ছিলেন- শহীদ স্মৃতি পাঠাগার পরিষদের নেতাকর্মী ও সংস্থার কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে