রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

তালতলীতে ইউপি সদস্যের নেতৃত্বে হামলা ও ভাঙচুর আহত ৪

তালতলী (বরগুনা) প্রতিনিধি
  ০২ জুলাই ২০২৩, ০০:০০
আপডেট  : ০২ জুলাই ২০২৩, ০০:০৪

বরগুনার তালতলীতে ছোটবগী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কালামের নেতৃতে বাড়ি-ঘর ভাঙচুর ও হামলার অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় চারজন গুরুতর আহত হয়েছে। এ ব্যাপারে রাতেই ভুক্তভোগী আব্দুর রব বিশ্বাস বাদী হয়ে ইউপি সদস্যসহ ছয়জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন।

শনিবার উপজেলার সুন্দরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, সালাম (৪৮), বাবুল (৪৫), সনিয়া (২৮) ও কামাল বিশ্বাস (৩২)। জমি জোরপূর্বক দখলের চেষ্টায় এ হামলার ঘটনা ঘটে। তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু এ বিষয়ে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইউপি সদস্য কালাম-এর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে