শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরার সীমান্তে দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ ভ্যানচালক আটক

সাতক্ষীরা প্রতিনিধি
  ১১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

ভারতে পাচারকালে সাতক্ষীরা কলারোয়ায় অভিযান চালিয়ে একটি ভ্যানগাড়ি থেকে ১৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। এ সময় ভ্যানচালক জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়। শনিবার উপজেলার তৈলুইগাছা বিওপির কেড়াগাছি সীমান্ত থেকে তাকে আটক করা হয়। বিজিবির দেওয়া তথ্য মতে জব্দ স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি ৪১ লাখ ৭৪ হাজার ৯৩ টাকা। সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের কেড়াগাছিতে অবস্থান করছিল বিজিবি। এ সময় সীমান্তগামী একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি তলস্নাশি ও চালককে জিঙ্গাসাবাদ করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তিতে ভ্যানের ব্যাটারি বক্সের ভেতর বিশেষ ব্যবস্থাপনায় লুকিয়ে রাখা ১৪টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি সদস্যরা।

স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। আটক জাহাঙ্গীরকে কলারোয়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে