রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ১১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

পরিচিতি সভা

\হবরুড়া (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার আদ্রা ইউনিয়নের পেরপেটি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে নবগঠিত কমিটির আহ্বায়ক আবদুল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল। উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নাজমুল হোসেন মজুমদারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নাছির উদ্দিন লিংকন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ, পৌর মেয়র বকতার হোসেন বখতিয়ার, আড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বাদল, সাবেক জেলা পরিষদের সদস্য সোহেল সামাদ প্রমুখ।

পদোন্নতি লাভ

\হচিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারী উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে ঠাকুরগাঁ অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি দেওয়া হয়। এর আগে, তিনি গত ৩ আগস্ট চিলমারী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। যোগদানের ৩৯ দিনের মধ্যে তিনি পদোন্নতি পান তিনি।

বর্ণাঢ্য শোভাযাত্রা

\হটঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার টঙ্গিবাড়ী ঘোষবাড়ী শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দির থেকে শোভাযাত্রাটি বের হয়।

শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বাবু বিমল চন্দ্র সম্পাদক নবীন কুমার রায়, সমাজকল্যাণ সম্পাদক বাবু বিশ্বনাথ ঘোষ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কেশব ঘোষ, সম্পাদক পরিতোষ ঘোষ বাবু, জেলা সদস্য কৃষ্ণপাল, সুমন দাস, কৃষ্ণ দে, বানেশ্বর পোদ্দার, শংকর কর্মকার, বিশ্বজিৎ সরকার, রতন বিশ্বাস, গোবিন্দ সরকার, উপজেলার সহ-সম্পাদক শান্তি দাস, সোনারং ইউনিয়নের সহ-সভাপতি আনন্দ দাস, মনুশীল, সাংগঠনিক সম্পাদক রাদেশ্যাম দাস, কোষাধ্যক্ষ সজল দাস, সোনারং দাসপাড়া মন্দিরের কোষাধ্যক্ষ রাম প্রসাদ দাস, মদন পাল, সুমন মুদী, নিল কমল মনি, স্বপন ঘোষ, প্রদ্বীপ মন্ডল, আমিত সরকার প্রমুখ।

মতবিনিময় সভা

\হদৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এজাজ আহমেদ মামুন। শনিবার উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় দলীয় এজাজ আহমেদ মামুন বলেন, 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার বাস্তব রূপ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ক্ষুধা, দারিদ্র্যমুক্ত উন্নত ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছেন তিনি। এ জন্য আগামী নির্বাচনে আবারও উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতীক নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে।'

অভিভাবক সমাবেশ

\হদেবিদ্বার (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ৯টি ওয়ার্ডে শিক্ষা, উন্নয়ন, আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিলস্না-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী, যুগ্ম সম্পাদক ছিদ্দিকুর রহমান, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, উত্তর জেলার সাবেক ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক, শিক্ষক তাজুল ইসলাম, ডা. শাহিন আলম সরকার প্রমুখ।

উপকরণ বিতরণ

\হহাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার উপজেলা কৃষি কার্যালয় প্রাঙ্গণে উপজেলার ফতেপুর ইউনিয়নের কৃষক মনছুর শাহ ও তার গ্রম্নপের হাতে সরিষা ভাঙানো মেশিন তুলে দেন কৃষি কর্মকর্তা আল মামুন শিকদার। এ সময় উপস্থিত ছিলেন- উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু তৈয়ব, জামাল উদ্দিন, কৃষক মোরশেদ, মুন্না, সুমন, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সম্পাদক বোরহান উদ্দিন, যুগ্ম সম্পাদক উজ্জ্বল নাথ, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন পলস্নব প্রমুখ। উলেস্নখ্য, ফতেপুরের কৃষক গ্রম্নপটি বিগত মৌসুমে একশ কানির অধিক সরিষা আবাদ করেছিল। একই সঙ্গে ধানসহ বিভিন্ন সবজি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাদের সরিষা ভাঙানো মেশিনটি দেওয়া হয়।

অপরাধ সভা

\হস্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মনজুর রহমান। সভায় মৌলভীবাজার জেলার থানা ও পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এ সময় আর উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন, দীপংকর ঘোষ, আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার অফিসার ইনচার্জগণ।

বার্ষিক সভা কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন সিমেল ও সাধারণ সম্পাদক সাজু। শনিবার সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু। খলিলগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবু মোত্তালিব বাবলু মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- একুশে পদক প্রাপ্ত অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সম্পাদক আব্দুল খালেক ফারুক, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

ত্রি-বার্ষিক নির্বাচন

\হপীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নে (কালব) ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার পৌর

অডিটোরিয়ামে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে ওমর ফারুক ও সাধারণ সম্পাদক পদে রফিকুল

ইসলাম ডাবলু নির্বাচিত হন। সহ-সভাপতি পদে এলিজা বেগম, ডিরেক্টর পদে মঞ্জুর রহমান মনছুর। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য খালেকুজ্জামান জানান, 'মোট ৬১৪ জন ভোটারের মধ্যে ৫৯৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে নষ্ট ভোটের সংখ্যা ২৪।'

কমিটি গঠন

\হরামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি

লক্ষ্ণীপুরের রামগতি উপজেলা কৃষক লীগের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ৪ সেপ্টেম্বর জেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক চৌধুরী মো. আবদুলস্নাহ ও সদস্য সচিব মিজানুর রহমান ভূইয়ার যৌথ স্বাক্ষরে নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত ওই কমিটির আহ্বায়ক করা হয় ইকবাল হোসেন রাসেল ও সদস্য সচিব খন্দকার সাহিদুল ইসলাম রিয়াজ। এছাড়াও নুরে আলম মাস্টার, মো. রাশেদ, শিববির আহমদ জসিম, আলাউদ্দিন ও আশাদুজ্জাম তামজীদকে কে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

আইনশৃঙ্খলা সভা

\হরামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপালে ব্যবসায়ী নেতৃবৃন্দে সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় করেছেন রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলম। শনিবার উপজেলার বড়কাটালী বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি আশরাফুল আলম বলেন- 'সাইবার নিরাপত্তা সম্পর্কে সবার সতর্ক থাকতে হবে। রাষ্ট্র বিরোধী কর্মকান্ড থেকে সকলকে দূরে থাকতে হবে।' সভায় আরও বক্তব্য রাখেন থানা আওয়ামী লীগ নেতা সিরাজুল আলম দারা, হাওলাদার জাহাঙ্গীর আলম, পেড়িখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাওলাদার দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক একরামুল কবির কচি প্রমুখ।

মতবিনিময় সভা

\হসেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগের পৌরসভা ও ৯টি ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম বাবুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- সংসদ সদস্য মোরশেদ আলম। সভার উদ্বোধন করেন- জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু। বিশেষ অতিথি ছিলেন- নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খাঁন সোহেল, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের দুলাল প্রমুখ।

পুরস্কার বিতরণ

\হহাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে লিডার্স তারুণ্য উৎসব-২০২৩ এর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলার বালুচড়া লিডার্স স্কুল অ্যান্ড কলেজে প্রিন্সিপাল কর্নেল আবু নাসের তোহার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। শিক্ষার্থী হারিশা হাবিব ও ওয়াসিমা করিমের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক, চট্টগ্রাম সিটির কর্পোরেশনের কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু, প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল ফেরদৌস আরা প্রমুখ।

কর্মশালা অনুষ্ঠিত

\হস্টাফ রিপোর্টার, রাঙামাটি

রাঙামাটি জেলার বিশেষ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে রাঙামাটি পর্যটন কমপেস্নক্সে জেলা পরিষদ চেয়ারম্যান অংসুপ্রম্ন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। কর্মশালায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য অংসুছাইন চৌধুরী, রেমলিয়ানা পাংখোয়া, কাউখালী উপজেলা চেয়ারম্যান শামসুদ্দোহা চৌধুরী, জেলা সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী, জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা প্রমুখ। কর্মশালায় জেলা পরিষদে বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করে।

রিপোর্টিং কর্মশালা

\হপঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট-পিআইবির আয়োজনে পঞ্চগড় জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে তিন দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার পঞ্চগড় সার্কিট হাউস মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে সনদপত্র বিতরণ করেন- জেলা প্রশাসক জহুরুল ইসলাম। পিআইবির পরিচালক শেখ মজলিশ ফুয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোর্স সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, এ রহমান মুকুল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পঞ্চগড় প্রেস ক্লাবের সম্পাদক জামিল চৌধুরী ডলার।

দোয়া অনুষ্ঠিত

ম নড়াইল প্রতিনিধি

নড়াইলে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি খন্দকার ফসিয়ার রহমানের সভাপতিত্বে ও সম্পাদক এহসান সাঈদ বাবুর পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুলফিক্বার আলী মন্ডল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

সংবাদ সম্মেলন

ম ঝিনাইদহ প্রতিনিধি

চার দফা দাবিতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন করেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। রোববার ঝিনাইদহ প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা ইন্টার্নশিপ বহালসহ অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন এবং দ্রম্নত নিয়োগ প্রদান ও বঙ্গবন্ধুর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষা প্রদানের দাবি জানান। সংবাদ সম্মেলনে ম্যাটস শিক্ষার্থী খাইরুল ইসলাম সরদার, শাহরিয়ার পরশ, আহসান হাবিব, সাদিকা নওরীনসহ অন্যরা অংশ নেয়।

দোয়া মাহফিল

ম ঝিনাইদহ প্রতিনিধি

বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় ঝিনাইদহে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার শহরের এইচএসএস সড়কে বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে জেলা ছাত্রদল। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকসহ বিভিন্ন নেতা। এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনার পাশাপাশি চলমান আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা।

বর্ধিত সভা

ম আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় শ্রমিক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় পাঁচটি ইউনিয়নে শ্রমিক লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেছে দলটি। রোববার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা শ্রমিক লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম সরদারের সভাপতিত্বে সভায় সাংগঠনিক বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ লিটন। উপজেলা শ্রমিক লীগের সম্পাদক ছরোয়ার দাড়িয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, আওয়ামী লীগ নেতা হালিমুজ্জামান হালিম, বজলুর রহমান হাওলাদার প্রমুখ।

গোল্ডকাপ টুর্নামেন্ট

ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে ভূজপুর খেলোয়াড় সমিতির একযুগ পূর্তি উপলক্ষে মরহুম ছৈয়দুল হক স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। শনিবার ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত খেলায় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ নগর চা বাগানের চেয়ারম্যান মতিউর রহমান সিকদার টুটুল। উদ্বোধক ছিলেন নিলয় গ্রম্নপের চেয়ারম্যান বাবু সজল বড়ুয়া। প্রধান আলোচক ছিলেন তরিকত ফেডারেশন ভূজপুর শাখার সম্পাদক মুরাদুল ইসলাম মুরাদ। ভূজপুর খেলোয়াড় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ইলিয়াছ রাজুর সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক মোজাহের মিয়া, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আব্দুর রাজ্জাক প্রমুখ।

ভিত্তিপ্রস্তর স্থাপন

ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ জিসি থেকে বক্তারপুর মার্কেট ভায়া রাজনগর নয়াবাজার পর্যন্ত রাস্তার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন সরকারসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

হুইল চেয়ার বিতরণ

ম রামগঞ্জ (লক্ষ্ণীপুর) প্রতিনিধি

লক্ষ্ণীপুরের রামগঞ্জে খাদেম ওয়েল ফেয়ার ফাউন্ডেশন ও রামগঞ্জ বস্নাড ডোনারসের যৌথ উদ্যোগে এবং জমজম চ্যারিটিবল ট্রাস্টের অর্থায়নে ২০ জন অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার পৌর ভূমি অফিস প্রাঙ্গণে ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ গোলাম রহমানের সার্বিক তত্ত্বাবধানে ও রামগঞ্জ বস্নাড ডোনার'স ক্লাবের সভাপতি খালেদ মাহমুদ ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান সুমন, প্রেস ক্লাবের সম্পাদক এম কাউছার, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি নজরুল ইসলাম প্রমুখ।

সভা অনুষ্ঠিত

ম গফরগাঁও (ময়ময়নসিংহ) প্রতিনিধি

ময়ময়নসিংহের গফরগাঁওয়ে থানা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার থানা কার্যালয়ে এই ওসি ফারুক আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। সভায় গফরগাঁও থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেনের পরিচালনায় থানার সব পুলিশ সদস্য ছিলেন।

মতবিনিময় সভা

ম আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার শিক্ষার মান্নোয়ন বিষয়ে সর্বস্তরের শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রি কলেজ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম জোয়ারদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুল ইসলাম, দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে