সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

কুলিয়ারচরে এগিয়ে চলছে রাস্তা ও বিদ্যালয়ের উন্নয়ন কাজ

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ১২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার পৌরসভাসহ ৬টি ইউনিয়নে এলজিইডির আওতাধীন আইআরডিপি ও এমআরআইডিপিসহ ২০টি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ এগিয়ে চলছে। এসব কাজের ব্যয় ধরা হয়েছে ৪৪ কোটি ৮৪ লাখ ৬ হাজার টাকা।

জানা যায়, কুলিয়ারচর-ভৈরব ৬ আসনের সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের সার্বিক সহযোগিতায় এলজিইডির উন্নয়ন কাজ এগিয়ে চলছে। আইআরডিপির রাস্তাগুলো হল আনন্দবাজার হতে নদীর ঘাট রোড, দাড়িয়াকান্দি পূর্বপাড়া হতে প্রথাপনাথ বাজার রোড, মুজরাই ভিলেজ রোড উন্নয়ন, নাপিতের চর ফেরিঘাট হতে আলালপুর রোড, মাধবদী লালপুর রোড, ডুমরাকান্দা পাকা রোড হতে শিমরাইল রোড, পশ্চিম আব্দুলস্নাহপুর হতে পূর্ব আব্দুলস্নাহপুর, ভৈরব কিশোরগঞ্জ আর এম এইচ নন্দরামপুর ডিসি রোড, আগরপুর ভাগলপুর রোড, পীরপুর মাহবুবুর রহমান আরএলডিপিএস পাকা রোড। এসবের ব্যয় মূল্য ৯ কোটি ২৮ লাখ ৬৯ হাজার ৪৯৯ টাকা।

এদিকে এমআরআইডিপির কাজগুলো হল নলবাইদ নাছিরাকান্দা বাগপাড়া ত্রিমোহরী ভিলেজ রোড, মাটিকাটা হতে খিদিরপুর, বীর কাশিমনগর বড়বাড়ী পাক্কার মাথা, আগরপুর জিসি থেকে টেকেরবাড়ী ব্রিজ রোড, মাইজপাড়া ভিলেজ রোড বীরকাশিমনগর আবু তাহের হাউজ, গৌরাঙ্গ ডাক্তার হাউজ ভায়া মাহবুব চেয়ারম্যান বাড়ি রোড। এর ব্যয় ৫ কোটি ৫৫ লাখ ৩৪ হাজার ৪৭৬ টাকা। কুলিয়ারচর উপজেলা কমপেস্নক্স ও হল রুম ৭ কোটি ৪৭ লাখ টাকা। এছাড়া কুলিয়ারচর উপজেলার ২০টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন নির্মাণ কাজের মূল্য প্রায় ৩০ কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।

কুলিয়ারচর উপজেলা প্রকৌশলী এমআরএমজি কিবরিয়া বলেন, স্থানীয় সংসদ সদস্য ও কিশোরগঞ্জ নির্বাহী প্রকৌশলীর সার্বিক সহযোগিতায় কুলিয়ারচর উন্নয়ন কাজ এগিয়ে চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে