সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে দুদকের গণশুনানি ২০ সেপ্টেম্বর

বাগেরহাট প্রতিনিধি
  ১২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

বাগেরেহাটে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সেবা পেতে ঘুষ, দুর্নীতি বা হয়রানির শিকার বিষয়ে গণশুনানির আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) বাগেরহাট জেলা কার্যালয়। আগামী ২০ সেপ্টেম্বর সকাল ৯টায় বাগেরহাট শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে এ গণশুনানি অনুষ্ঠিত হবে। শুনানিতে জেলার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা থাকবেন।

রোববার দুদক বাগেরহাট জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক অবহিতকরণ সভায় এসব তথ্য জানান দুদকের উপ-পরিচালক শাহরিয়ার জামিল। এ সময় দুদক বাগেরহাট কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সমিরণ কুমার মন্ডল, সংবাদকর্মী আজাদুল হক, আলী আকবর টুটুল, মো. কামরুজ্জামান, এইচএম মইনুল ইসলাম প্রমুখ ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে