সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ১২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

মতবিনিময় সভা

ম ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আ'লীগ নেতা আব্দুলস্নাহ আল মামুন। সোমবার উপজেলার চতুল ইউনিয়নের চতুল প্রাথমিক বিদ্যালয়ে এ মতবিনিময় করেন শিক্ষকরা।

আব্দুলস্নাহ আল মামুন বলেন, শেখ হাসিনা সরকার আছে বলেই দেশে এত উন্নয়ন হয়েছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসছে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। এছাড়া মামুন শিক্ষক কর্মচারীদের কাছে আ'লীগ সরকারের উন্নয়ন প্রচার করছেন।

কৃষক প্রশিক্ষণ

ম মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে লেবু জাতীয় ফসল চাষের বিভিন্ন দিক নিয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ হয়।

বাণিজ্যিকভাবে চাষ বৃদ্ধি করার জন্য কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার আক্তার, তাজবিনুর রাত্রি প্রমুখ।

সভা অনুষ্ঠিত

ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা, কৃষিঋণ, উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এবাদুর রহমান এবাদ, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, এসি ল্যান্ড অঞ্জন কুমার দাস, পলস্নী কর্মকর্তা তোফাজ্জল হোসেন মীর, আনসার কর্মকর্তা আমিনুল হক, ওসি তারেকুর রহমান সরকার, উপজেলা আ'লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, ইউপি চেয়ারম্যান চৌধুরী গোলাম মোস্তফা বাদল।

ঢেউটিন বিতরণ

ম চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মধ্যে প্রতি পরিবারকে ২ বান করে ঢেউটিন বিতরণ করে বেসরকারি সংস্থা সোসাইটি ফর সোসাল অ্যান্ড টেকনোলজিক্যাল সাপোর্ট (এসএসটিএস)।

সোমবার কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন এসএসটিএস বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ডক্টর সাঈদ সাবরী। সাংবাদিক আমিনুল ইসলাম রুবেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, ভাইস চেয়ারম্যান সোলাইমান ফারুকী, ওসি তদন্ত এমএ বারি, বাবু বিজয়ানন্দ বড়ুয়া প্রমুখ।

অবহিতকরণ সভা

ম ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানীতে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আযোজনে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানমের সভাপতিত্বে এ সভা করা হয়। সভায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ফাইজ ইব্রাহীম। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ হাওলাদার, কর্মকর্তা রতনকুমার বেপারী, আ'লীগের সহসভাপতি মাহমুদুল হক দুলাল, শিক্ষক হেলালউদ্দিন গাজী, সাবেরা সুলতানা, জেপি নেতা কাওছার আহমেদ দুলাল, কমিউনিটি পুলিশিং সম্পাদক মাওলানা গীয়াসউদ্দিন সেলিম প্রমুখ।

মতবিনিময় সভা

ম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগ সরকারের অভূতপূর্ব উন্নয়ন কর্মযজ্ঞ ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেন খুলনা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার জি এম মাহবুবুল আলম।

রোববার পৌরসভার ১, ২, ৩নং ওয়ার্ডে এ মতবিনিময় সভা হয়। এতে উপস্থিত ছিলেন আ'লীগের সাবেক সভাপতি রশিদুজ্জামান, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, আ'লীগ নেতা বিজন বিহারী মন্ডল, আব্দুর সবুর ঢালী, আজিজুল সরদার, আব্দুল আজিজ গোলদার, শামসুর রহমান, গৌরাঙ্গ মন্ডল প্রমুখ।

নারী সমাবেশ

ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে সোমবার রাজস্থলী উপজেলার ৩নং বাঙালহালিয়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা, ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য, মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে, ডেঙ্গু প্রতিরোধ, নারী নির্যাতন প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়। কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিতে ও অফিস সহকারী সফিউল আজিমের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ।

বই বিতরণ

ম গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের ইসলামিক ফাউন্ডেশন এক হাজার ৮০টি বিভিন্ন বই ও ৮টি স্টিলের আলমারি বিতরণ করেছে। ইসলামিক ফাউন্ডেশনের কনফারেন্স রুমে সোমবার ২২টি মসজিদভিত্তিক পাঠাগারের জন্য আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী বিতরণ করা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের গাজীপুর কার্যালয়ের উপ-পরিচালক মন্‌জুরুল আলম মজুমদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- গাজীপুর জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সালাহ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন- গাজীপুর ভাওয়াল মির্জপুর কলেজের সহকারী অধ্যাপক আবুল হোসেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার জহিরুল ইসলাম হেলাল।

\হ

মন্দির উদ্বোধন

ম দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

দুপচাঁচিয়ায় হাটখোলা রাস ও গৌর নিতাই মন্দিরের পুনর্নির্মাণ শেষে উদ্বোধন করা হয়েছে। সোমবার জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী স্বদেশ কুমার বসাক এর ফলক উন্মোচন করেন। হাটখোলা কালী রাস ও শিবমন্দির কমিটির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রথিন্দ্রনাথ বসাক কালা, সম্পাদক ছোটন চক্রবর্তী, মন্দির কমিটির উপদেষ্টা নয়ন চন্দ্র দাস প্রমুখ।

শ্রমিক লীগের সম্মেলন

ম ফকিরহাট (বাগেরহাটের) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটের নলধা-মৌভোগ ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার আপার মৌভোগ মন্দির চত্বরের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান স্বপন দাশ। সম্মেলনের উদ্বোধন করেন- শ্রমিক লীগের আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন- জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু। এতে সভাপতিত্ব করেন- উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির সদস্য উজ্জ্বল শেখ।

উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব আছাবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- আ'লীগের সম্পাদক মলিস্নক আবুল কালাম আজাদ, গোলাম কিবরিয়া নিপু প্রমুখ।

কৃষকের ঘরে আগুন

ম নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় গভীর রাতে এক কৃষকের বসতবাড়িতে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার রাতে উপজেলার পশ্চিম মাধনগরে এ ঘটনা ঘটে। এতে কৃষকের বাড়ির যাবতীয় আসবাবপত্র, নগদ টাকাসহ আগুনে পুড়ে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ক্ষতিগ্রস্ত কৃষকের নাম আনছার আলী। তিনি উপজেলা পশ্চিম মাধনগর কাজিপাড়া গ্রামের একজন কৃষক। নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মেহেরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

কর্মিসভা

ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় শ্রমিক লীগ বড়পুকুরিয়া কয়লা খনি শাখার উদ্যোগে হামিদপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের এক ব্যতিক্রমী নারী কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ইউনিয়নের ধুলাউদাল উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মিসভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা আ'লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

উপজেলার ৯ নম্বর হামিদপুর ইউনিয়ন আ'লীগের সভাপতি মাহফুজুর রহমান মাস্টারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, পৌর মেয়র আমজাদ হোসেন প্রমুখ।

ক্রীড়া প্রতিযোগিতা

ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পোরশায় ৫০তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রোববার কালিনগর কাতিপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্‌ মঞ্জুর মোরশেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- ইউএনও সালমা আক্তার ও ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কনক কান্তি রায়। উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি একরামুল হক শাহ প্রমুখ।

ল্যাপটপ বিতরণ

ম তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি

মানসম্মত ও উন্নত শিক্ষা বাস্তবায়নে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়েছে। রোববার ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানের সহায়তায় উপজেলা প্রশাসন মিলনায়তনে তালিকাভুক্ত বিদ্যালয়ের মধ্যে উপজেলার খিচা ও দাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে এসব মাল্টিমিডিয়া প্রজেক্টর, স্ক্রিন ও ট্রাইপড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান ফজলুল হক, এসি ল্যান্ড ফাহমিদা সুলতানা, শিক্ষা কর্মকর্তা জিবন আরা বেগম প্রমুখ।

বীজ বিতরণ

ম চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসনে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ চত্বরে এসব উপকরণ বিতরণ করা হয়। উপজেলার ২৭০ চাষির প্রতিজনকে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. কাউসার, ইউএনও মেহেদী মোর্শেদ, কৃষি কর্মকর্তা তোফাজ্জল হোসেন, বৈজ্ঞানিক কর্মকর্তা ইফতেকার মাহমুদ আকন্দ প্রমূখ।

বৃক্ষরোপণ কর্মসূচি

ম ফেনী প্রতিনিধি

ফেনী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার ফেনী সরকারি কলেজ বধ্যভূমি সড়কের পাশে ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক মোমেনা আক্তার, পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, মোক্তার হোসেইন, দেলোয়ার হোসেন, সাহেদুল ইসলাম কাওসার, শুকদেব নাথ তপন, আলী হায়দার মানিক, সমরজিৎ দাস টুটুল, উত্তম দেবনাথ, নিজাম পাটোয়ারী, নুরুল করিম জাবেদ, নোমান হাবিব প্রমুখ।

শ্রেষ্ঠ সভাপতি

ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির শ্রেষ্ঠ সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সাধনপুর ইউনিয়ন রাতাখোর্দ্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি কেএম সালাহউদ্দীন কামাল।

২০২৩ প্রাথমিক শিক্ষা পদক কমিটি বাঁশখালী উপজেলা কর্তৃক শ্রেষ্ঠ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। সোমবার পদক কমিটির সভাপতি জেসমিন আক্তার ও সদস্য সচিব সৈয়দ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য পাওয়া যায়।

পোনা অবমুক্তকরণ

ম দৌলতপুর (কুষ্টিয়) প্রতিনিধি

'নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ' সেস্নাগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে।

সোমবার উপজেলার শেরপুর ফকিরদহ বিল, রিফাইতপুরের মুচিদহ বিলে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। মৎস্য পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুলস্নাহ। উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল বারী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমদ স্বপন, টিপু নেওয়াজ প্রমুখ।

চলতি অর্থবছরে উপজেলায় ৪৬৪ কেজি মাছের পোনা অবমুক্ত করা হবে।

আলোচনা সভা

ম দুগার্পুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে কারিতাস এসডিডিবি প্রকল্পের সার্বিক সহযোগিতায় দুর্গাপুর ও কুলস্নাগড়া ইউনিয়নের প্রবীণ প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের মূল স্রোতধারায় সম্পৃক্তকরণে গণসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুর্গাপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দুর্গাপুর ডিসি কমিটির সভাপতি নুরুল ইসলামের সভাপতিতে বক্তব্য রাখেন দুর্গাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান হৃদয়, প্রেস ক্লাবের সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সম্পাদক জামাল তালুকদার, এম এন আলম, মাজহারুল ইসলাম, ডিসি কমিটির সভাপাতি আব্দুল হাই প্রমুখ।

কর্মশালা অনুষ্ঠিত

ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

জেলার কলমাকান্দায় সোমবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নাজিরপুর এপি মিলনায়তনে প্রসার-২ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন এপি ম্যানেজার পরিতোষ রেমা। উপস্থিত ছিলেন উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী নজরুল ইসলাম, কলমাকান্দা প্রেস ক্লাব সেক্রেটারি ফখরুল আলম খসরু, নাজিরপুর এপির প্রোগ্রাম অফিসার মৌরশ্মী লিমা ঘাগ্রা, টুকি চাম্বুগং, ইউপি সচিব মুজিবুর রহমান, শামছুজ্জামান বাচ্চু, ইউপি সদষ্য রশিদ কবির, আবুল কাশেম, প্রনালি ঘাগ্রা, বেদানা খাতুন, ফরিদা খাতুন ও লায়ন রাংসা প্রমুখ।

মিউজিয়াম স্থাপন

ম রায়পুর (লক্ষ্ণীপুর) প্রতিনিধি

কোমলমতি শিক্ষার্থীদের বিজ্ঞানমনষ্ক করে গড়ে তোলা ও তাদের মেধা বিকাশের লক্ষ্যে লক্ষ্ণীপুরের রায়পুরে ৬টি প্রাথমিক বিদ্যালয়ে সাইন্স জোন, স্মার্ট লাইব্রেরি অ্যাপস ও মিউজিয়াম উদ্বোধন করা হয়েছে।

সোমবার উপজেলার চরপাতা এসএইচএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত শেখ রাসেল সাইন্স জোন ও উত্তর চর আবাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক আয়োজনে শেখ রাসেল মিউজিয়াম আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে অংশ নিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন লক্ষ্ণীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ সভাপতিত্ব করেন।

মাসিক সভা

ম শার্শা (যশোর) প্রতিনিধি

যশোরের শার্শায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার উপজেলা পরিষদের ইউএনও রুমে অনুষ্ঠিত হয়। সভায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিয়ে, যৌতুক, ইভটিজিং ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

কমিটির সভাপতি ইউএনও নারায়ণ চন্দ্র পালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

উপস্থিত ছিলেন বেনাপোল পৌর মেয়র নাছির উদ্দিন, শার্শা থানার ওসি আকিকুল ইসলাম, বেনাপোল পোর্ট থানার ওসি কামান হোসেন ভূঁইয়া, উপজেলা প্রকৌশলী এম এম মামুন হাসান, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান প্রমুখ।

চারা বিতরণ

ম পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নে শিক্ষার্থীদের মধ্যে বাড়িতে রোপণের জন্য ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। পলস্নী কর্ম সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফের সহায়তায় আরডিআরএস বাংলাদেশ পরিচালিত সমৃদ্ধি কর্মসূচির ৪০টি শিক্ষা কেন্দ্রের ১ হাজার ৩৯ শিক্ষার্থীকে এ চারা বিতরণ করা হয়। গতকাল লক্ষ্ণীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে সমন্বয়কারী যাদব চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবীগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার। বিশেষ অতিথি ছিলেন আরডিআরএস পঞ্চগড়ের আঞ্চলিক ব্যবস্থাপক আতিয়ার রহমান ও সমৃদ্ধি কর্মসূচি পরিচালিত প্রবীণ সামাজিক কেন্দ্রের জমিদাতা নগেন্দ্র নাথ রায়।

রিকশা প্রদান

ম বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে রমজান বিশ্বাস নামে অসহায় এক চালককে নতুন রিকশা প্রদান করলেন ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আরিফুর রহমান দোলন। রোববার তিনি রমজান বিশ্বাসের হাতে নতুন রিকশাটি তুলে দেন।

উপজেলার জেলা পরিষদ ডাকবাংলো মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন ফরিদপুর জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আহসান হাবীব সিকদার হাসান।

জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা রোকন উদ্দীন মোলস্নার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন লিটন মৃধা, ইকবাল হাসান চুন্নু প্রমুখ।

সংবেদনশীল সভা

ম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরেরর বোচাগঞ্জে সোমবার হেকস্‌-ইপারের সহযোগিতায় এবং ইএসডিও প্রেমদীপ প্রকল্পের আয়োজনে দলিত ও আদিবাসীদের সামাজিক সহায়তা বিষয়ে সংবেদনশীল সভা করা হয়েছে।

ইউএনও ডালিম সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জুলফিকার হোসেন। সভায় উপস্থিত ছিলেন পিয়ারুল ইসলাম, জয়নাল আবেদীন, জুলেখা খাতুন, ওয়াহিদা ফারজানা, আব্দুলস্নাহ আল মামুন, কাজি সেরাজুস সালেকিন, ঝর্ণা বেগম, ইলিয়াস হেব্রম, সতীশ ঋষি, সুমন চন্দ্র, মনির লাল বাশফোর প্রমুখ

পোনা অবমুক্ত

ম ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিভিন্ন জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছে উপজেলা মৎস্য বিভাগ।

সোমবার নলধা-মৌভোগ খালে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, এসিল্যান্ড আছাদুর রহমান, নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, ইউপি সদস্য মৃদুল সরদার, মোস্তফা শেখ প্রমুখ।

মতবিনিময় সভা

ম ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ীতে শিক্ষার মানোন্নয়নে ধনবাড়ী প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ধনবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষে কলেজের নবাগত ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুলতান আহম্মেদ এ সভা করেন। বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুলতান আহমেদ, কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি স ম জাহাঙ্গীর আলম ও সম্পাদক আনছার আলী ও ক্রীড়া সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে