সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ফুলবাড়ীতে স্রোতে ভেঙে গেছে বেইলি ব্রিজ

১০ গ্রামের যোগাযোগ বন্ধ
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  ০১ অক্টোবর ২০২৩, ০০:০০

দিনাজপুরের ফুলবাড়ীতে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণে পানি পস্নাবিত হয়েছে নিম্নাঞ্চলে, পানিতে তলিয়ে গেছে বাড়িঘরসহ ফসলের মাঠ। প্রবাহিত প্রবল স্রোতের পানিতে মাটি ধসে ভেঙে পড়েছে উপজেলার দৌলপুর ইউনিয়নের বারাইপাড়া (আড়াপাড়া) বেইলি ব্রিজ। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে খয়েরবাড়ী ও দৌলতপুর ইউনিয়নের ১০ গ্রামের ২০ হাজার গ্রাসবাসীর।

গ্রাসবাসী জানায়, পানির প্রবল স্রোতে সোমবার দিবাগত রাতে ব্রিজটি ভেঙে পড়ে। এতে দৌলতপুর ইউনিয়নের বারাইপাড়া, পলিপাড়া, জয়নগর, ঘোনাপাড়া, গড়পিংলাই ও খয়েরবাড়ী ইউনিয়নের খয়েরবাড়ী মৌজার সাত গ্রামের মানুষের ইউনিয়ন পরিষদের সংযোগ সড়কের চলাচল বন্ধ হয়ে যায়।

জানা যায়, উপজেলার খয়েরবাড়ী ও দৌলতপুর ইউনিয়নের ১০টি গ্রামের দুই হাজার ১০০ বিঘা ফসলিজমির জলাবদ্ধতা নিরসনে ২০২০ সালে বারাইপাড়া এলাকায় ৯শ' ফুট ক্যানেলসহ সড়কের ওপর একটি বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। গত কয়েকদিনের ভারী বর্ষণের প্রবাহিত পানি ওই ক্যানেল হয়ে বেইলি ব্রিজ দিয়ে ছোট যমুনা নদীতে প্রবাহিত হওয়ার সময় তীব্র স্রোতে বেইলি ব্রিজের দক্ষিণ পাশের মাটি ধসে গিয়ে ব্রিজটি ভেঙে পড়ে। দৌলতপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানায়, 'ব্রিজ ভেঙে পড়ায় তিনি ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসনকে অবগত করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমস্যা সমাধানে আশ্বাস প্রদান করেছেন।'

ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মিজানুর রহমান জানান, 'ব্রিজটি পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে ওই স্থানে একটি পাকা ব্রিজ নির্মাণের প্রস্তাবনা জেলায় প্রেরণ করা হয়েছে। অনুমোদন এলেই টেন্ডারের মাধ্যমে কাজ শুরু করা হবে।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামাহ তমাল বলেন, 'বিষয়টি জানার পর উপজেলা প্রকৌশলী ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয়েছিল। আপাতত মানুষের ভোগান্তি লাঘবে ব্রিজটি মেরামতের চেষ্টা চলছে।'

উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার উপজেলা প্রকৌশলীকে তাগাদা দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে