সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে সাধারণ জনতার বিক্ষোভ

স্বদেশ ডেস্ক
  ২১ অক্টোবর ২০২৩, ০০:০০
পাবনার ঈশ্বরদীতে ব্যবসায়ীদের আয়োজনে সাধারণ জনতার বিক্ষোভ মিছিল -যাযাদি

ফিলিস্তিনের গাজায় অবৈধ দখলদার ইসরাইলি বাহিনীর বর্বর হামলায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে বিক্ষোভ করেছে সাধারণ জনতা। শুক্রবার জুমার নামাজ আদায়ের পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

ফরিদপুর প্রতিনিধি জানান, ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। ফরিদপুর যুব উলামা কল্যাণ পরিষদ আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। জুম্মার নামাজের পরে শহরের জনতা ব্যাংকের মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে মুজিব সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির নেতৃবৃন্দ।

মাওলানা শামসুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মুফতি মুস্তাফিজুর রহমান, মুফতি আসাদুলস্নাহ, মুফতি তানভীরুল ইসলাম ও মুফতি আবু নাসের প্রমুখ।

বক্তারা জানান, দীর্ঘদিন ধরে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি জনগণের উপর বর্বরোচিত হত্যা নির্যাতন চালিয়ে আসছে। ফিলিস্তিনির মুসলিম জনগণের পক্ষে সমগ্র মুসলিম জাহানের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। সভা শেষে মুসলিম জাহানের শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার ঈশ্বরদীতে উপজেলার দাশুড়িয়া বাজার ধান চাউল ব্যবসায়ীদের আয়োজনে বিক্ষোভ মিছিল দাশুড়িয়া বাজার থেকে শুরু হয়ে নতুন ট্রাফিক মোড় গোলচত্বর হয়ে আবারো বাজারে এসে শেষ হয়। এর আগে গাজায় হামলার প্রতিবাদে বিক্ষোভকারীরা ইসরাইলি পতাকা পুড়িয়ে প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করেন তারা।

আফজাল হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হাফেজ রবিউল ইসলাম, হাফেজ কবির হোসেন, হাফেজ রবিউল ইসলাম বিন ইয়াকুব, হাফেজ মশিউর রহমান হাবিবী প্রমুখ। এ সময় বক্তারা ফিলিস্তিনের ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশ্বমোড়লদের দৃষ্টি আকর্ষণ করেন।

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি জানান, মুন্সিগঞ্জের শ্রীনগরে ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। উপজেলার বিভিন্ন স্থানে এ বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। যার অংশ হিসেবে শ্রীনগর চকবাজার শাহী জামে মসজিদ, শ্রীনগর জিব স্যান্ড জামে মসজিদ, শ্রীনগর সদর বাজার জামে মসজিদ, শ্রীনগর মডেল মসজিদের মুসলিস্নগণ খন্ড খন্ড বিক্ষোভ মিছিল নিয়ে শ্রীনগর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মাকসুদুল আলম ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, জুয়েল লস্করসহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর ধামইরহাটে ওলামা পরিষদের আয়োজনে ও সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে হাজারো মানুষ যোগ দেন সংহতি সমাবেশে। দুপুর ২টায় আমাইতাড়া মোড় থেকে বিশাল বিক্ষোভ মিছিল নিমতলী মোড়ে সমবেত হয়।

ওলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুল মালেক বিন সোহরাবের সভাপতিত্বে সংহতি সমাবেশে ফিলিস্তিনে মুসলিমদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে বক্তব্য রাখেন ধামইরহাট থানা মসজিদের খতিব মাওলানা মোর্শেদুল আলম মর্তুজা, মাওলানা আব্দুলস্নাহ, মাওলানা ইউসুফ আল হাবিবী, সংগঠনের সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ, সহ-সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, আবুল কালাম, চকময়রাম জামে মসজিদের খবির মাওলানা ওসামা প্রমুখ। বক্তাগণ ফিলিস্তিনে হামলা বন্ধের জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে