সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে জীবন গেল কৃষ্ণ দাশের

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২১ অক্টোবর ২০২৩, ০০:০০

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্য হাতির আক্রমণে জীবন কৃষ্ণ দাশ (৫০) নামে এক কৃষক প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার উপজেলার দক্ষিণে জঙ্গল পুঁইছড়ির বনাঞ্চলে কৃষিকাজ করার সময় এ ঘটনা ঘটে।

নিহত জীবন কৃষ্ণ দাশ (৫০) উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের উত্তর পুঁইছড়ি গ্রামের দাশপাড়ার মৃত হরিপদ দাশের ছেলে। এদিকে বিকালে ওই স্থান থেকে ওই কৃষকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিকভাবে নিহতের লাশ দাফন করা হয়েছে বলে জানা যায়।

স্থানীয়রা জানান, কৃষক জীবন কৃষ্ণ দাশ প্রতিদিনের মতো বৃহস্পতিবার বনাঞ্চলে কৃষিকাজ করতে যান। কাজে যাওয়ার সময় অগোচরে হাতির আক্রমণের শিকার হয়ে মৃতু্যবরণ করেন তিনি। এ বিষয়ে পুঁইছড়ি বনবিট কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, পুঁইছড়ির জীবন কৃষ্ণ দাশ নামে এক কৃষক বন্যহাতির পালের আক্রমণে মারা গেছেন। তাকে পারিবারিকভাবে দাফন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে