সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

নতুনধারা
  ২৩ ডিসেম্বর ২০২৩, ০০:০০

আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৩ উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় সাভারের ড্যাফোডিল স্মার্ট সিটির সবুজ ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল 'সবার জন্য আরও ভালো আগামীর জন্য আজ কাজ করুন।'

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ইংরেজি বিভাগ এবং আন্তর্জাতিক বিষয়ক বিভাগ আয়োজিত একটি চিন্তা-উদ্দীপক বিতর্ক প্রতিযোগিতা এবং আলোচনা অনুষ্ঠান এ আয়োজনে অন্তর্ভুক্ত ছিল। অভিবাসীদের উলেস্নখযোগ্য অবদানের প্রতি আলোকপাত করা এবং তারা প্রতিনিয়ত যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছে তার প্রতি দৃষ্টি আকর্ষণ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। বিতর্কের প্রতিটি বিভাগে চারটি দল প্রতিদ্বন্দ্বিতা করে এবং অতিথিরা প্রশংসার টোকেন বিনিময় করেন এবং বিজয়ী দলকে স্বীকৃতি ও পুরস্কার করেন।

১৮ ডিসেম্বর ১৯৯০-এ অভিবাসী শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের অধিকার রক্ষার আন্তর্জাতিক কনভেনশন গৃহীত হওয়ার বার্ষিকী উপলক্ষে ২০০০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক আন্তর্জাতিক অভিবাসী দিবস প্রতিষ্ঠিত হয়েছিল। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে