সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীর-১ আসনে ট্রাক-কাঁচির প্রচারণায় চাপা পড়ছে নৌকা

তানোর (রাজশাহী) প্রতিনিধি
  ০৪ জানুয়ারি ২০২৪, ০০:০০

দ্বাদশ সংসদ নির্বাচনের আর মাত্র কয়দিন বাকি রয়েছে। সময় যত যাচ্ছে প্রার্থীদের ব্যস্ততা ততই বাড়ছে। তানোরের শেষ সীমান্ত থেকে গোদাগাড়ীতে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা।

রাজশাহীর-১ আসনটি অন্যসব আসনের চেয়ে এবার একটু বেশি আলোচিত। কারণ এ আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর সঙ্গে স্বতন্ত্র হয়ে ভোটের মাঠে আছেন চিত্রনায়িকা মাহিয়া মাহী ও তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানীসহ ১১ জন প্রার্থী।

এ আসনের প্রচারণায় এগিয়ে রয়েছে মাহিয়া মাহী (ট্রাক) ও গোলাম রাব্বানীর (কাঁচি)। মাহী চিত্র নায়িকা হিসেবে বেশ পরিচিত আর গোলাম রাব্বানী ভোটারদের কাছে বেশ জনপ্রিয়। এ আসনে নতুন এ দুই মুখের প্রচারণায় আগ্রহ বেশি ভোটারদের। বিশেষ করে এ দুই প্রার্থীর প্রচারণায় চাপা পড়ছে দীর্ঘদিন ধরে থাকা ফারুক চৌধুরীর নৌকা।

এদিকে তানোর ও গোদাগাড়ীর একাধিক ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনে বর্তমান এমপির চেয়ে নতুন মুখের দিকেই ভোটারদের আগ্রহ বেশি। তাই এবার ভোটারদের নৌকার দিকে নিয়ে যেতে বেশ বেগ পেতে হবে বর্তমান নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরীকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে