শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

কালীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে মাছের মেলা বন্ধ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  ১৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
কালীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে মাছের মেলা বন্ধ

গাজীপুরের কালীগঞ্জে প্রশাসনের অনুমতি ছাড়াই স্কুল মাঠে শুরু হয়েছিল মাছের মেলা। খবর পেয়ে বুধবার সকালে উপজেলা প্রশাসন সেই মেলা বন্ধ করে দিয়েছে।

জানা গেছে, উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠ দখল করে অবৈধভাবে মাছ ও অন্যান্য সামগ্রী নিয়ে ৭ দিনের মেলা বসে। একই ইউনিয়নের বিনিরাইল গ্রামে বসা ঐতিহ্যবাহী মাছের মেলা দ্বিখন্ডিত হয়ে একটি অংশ স্কুল মাঠে অবৈধভাবে মেলার আয়োজন করে।

এ ব্যাপারে জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান ফারুক মাস্টার বলেন, 'এটা আমাদের বহুদিনের ঐতিহ্য। তবে স্কুল মাঠে মেলা হওয়ায় দুই দিনে শেষ হয়ে গেছে।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুর রহমান বলেন, 'বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে মেলা বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে শুধু এই মেলা না এ ধরনের বেআইনি কাজ যারা করবে তাদের বিরুদ্ধেও প্রশাসন আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে