বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

ডেঙ্গুতে ফের একজনের মৃতু্য

যাযাদি ডেস্ক
  ১৯ এপ্রিল ২০২৪, ০০:০০
ডেঙ্গুতে ফের একজনের মৃতু্য

ডেঙ্গু আক্রান্ত হয়ে ফের একজনের মৃতু্যর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মারা যাওয়া ব্যক্তি বরিশাল সিটি করপোরেশনের বাইরের বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। এদের মধ্যে ১১ জন পুরুষ এবং ১৩ জন নারী। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, চট্টগ্রাম বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৩ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ছয়জন এবং খুলনা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) একজন এবং রংপুর বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।

এছাড়া গত এক দিনে সারাদেশে মোট ১০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট ১ হাজার ৮১৯ জন ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ১৮ এপ্রিল পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৩৯ জন। এর মধ্যে ১ হাজার ২১২ জন পুরুষ এবং ৭২৭ জন নারী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে