শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

ভূঞাপুরে আবাসিক এলাকায় ময়লার ভাগাড় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  ০২ অক্টোবর ২০২৪, ০০:০০
ভূঞাপুরে আবাসিক এলাকায় ময়লার ভাগাড় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

টাঙ্গাইলের ভূঞাপুর বাস ও ট্রাক স্ট্যান্ডসংলগ্ন পৌরসভার ময়লার ভাগাড়ের কারণে স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন। ভূঞাপুর থেকে যমুনা সেতু আন্তঃজেলা মহাসড়ক, প্রাণিসম্পদ অফিস, টিএন্ডটি অফিসসংলগ্ন আবাসিক এলাকায় ফসলান্দি গ্রামের সড়ক ও জনপথের খাদে পৌরসভার দূষিত ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। ফলে পরিবেশ ও জনস্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে।

জনগুত্বপূর্ণ এই স্থানে ময়লার ভাগাড়টি সরানোর জন্য জনগণের দীর্ঘ দিনের দাবি। এলাকাবাসীর পক্ষে ভাগাড়ের দুর্গন্ধে বসবাস ও যাতায়াত করতে কষ্ট হচ্ছে। নাকে রুমাল চেপে পথচারীদের চলাচল করতে হয়।

পৌরশহরের অধিকাংশ খালগুলো বেদখল হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টি হলেই ড্রেনের পানি নিষ্কাশনে বাধা পাচ্ছে। ফলে সেই ময়লা পানি বাসাবাড়িতে উঠে যায়। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে বাসিন্দাদের।

ফসলান্দী গ্রামের শাহ জামাল জানান, ভাগাড়ের দুর্গন্ধে এলাকায় বসবাস করা কষ্টকর হয়ে গেছে। স্থানীয় আলম মিয়া জানান, সামান্য বৃষ্টি হলেই ড্রেনের পানির সঙ্গে দুর্গন্ধযুক্ত বৃষ্টির পানি বাসায় উঠে যায়। এই মহলস্নায় কেউ বাসা ভাড়া নিতে চায় না।

পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার বলেন, পৌর এলাকার আবর্জনা ফেলার জন্য জায়গা খুঁজছেন। জায়গা পেলে ভাগাড় সরিয়ে নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে