শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় ৩ দিনব্যাপী মহিলা ইজতেমা শেষ

নতুনধারা
  ২০ জানুয়ারি ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

নেত্রকোনায় তিনদিনব্যাপী মিনি মহিলা ইজতেমা শেষ হয়েছে। রোববার বেলা ১১টায় টঙ্গীর তুরাগ নদীর পাড়ে বিশ্ব ইজতেমার সঙ্গে তাল মিলিয়ে সদর উপজেলার মদনপুর ইউনিয়নের নন্দীপুর গ্রামে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয় এ মিনি মহিলা ইজতেমা।

গ্রামের তাবলীগ জামাতকর্মী ইসমত আলী প্রতি বছর বিশ্ব ইজতেমা থেকে ফিরে এলাকার মুসলমানদের কাছে ইসলামের প্রকৃত শিক্ষা ও ঈমান আখলাক আমল করার দাওয়াত দিতেন। তারই পরামর্শে স্ত্রী তারা বানু ৩৮ বছর আগে নিজ বাড়িতে প্রতিবেশী নারীদের নিয়ে মহিলা ইজতেমা শুরু করেন। তারাবানুর মৃতু্যর পর মায়ের আদেশে ছেলে আলী উছমান জাকারিয়া প্রতি বছর মহিলা ইজতেমার আয়োজন করে আসছেন। মহিলা ইজতেমায় নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শেরপুর, জামালপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতি বছর কয়েক হাজার মহিলা যোগদান করেন।

শুক্রবার জুমা নামাজের মধ্য দিয়ে মহিলা ইজতেমা শুরু হয়। তিনদিনব্যাপী ইজতেমায় আম বয়ান করেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার নূর নাহার বেগম, ব্রাহ্মণবাড়িয়ার পারভীন আক্তার, নেত্রকোনা সদর উপজেলার মদনপুর গ্রামের হাসফুন্নাহার বেগম, অনন্তপুর গ্রামের মনোয়ারা বেগম, গাড়া গ্রামের জেসমিন আক্তার, তিয়শ্রী গ্রামের খাদিজা আক্তার ও আটপাড়া উপজেলার সামছুন্নাহার বেগম। আখেরী মোনাজাত পরিচালনা করেন মহিলা ইজতেমার মুরব্বি জেসমিন আক্তার।

আয়োজক আলী উছমান জাকারিয়া ইজতেমায় আগত মহিলাদের অজু, গোসল ও পয়ঃনিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও অবকাঠামো নির্মাণে সরকারের সুদৃষ্টি কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<85146 and publish = 1 order by id desc limit 3' at line 1