শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
পদ্মা সেতুর পিলারে ধাক্কা

তদন্তে এবার নৌ-মন্ত্রণালয়ের কমিটি

যাযাদি রিপোর্ট
  ৩০ জুলাই ২০২১, ০০:০০

নির্মাণাধীন পদ্মা সেতুর পিলারে বিআইডবিস্নউটিসি'র রো রো ফেরি শাহজালালের ধাক্কা দেওয়ার ঘটনায় এবার নৌ-পরিবহণ মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করেছে।

নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) রফিকুল ইসলাম খানকে চার সদস্যবিশিষ্ট এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। বৃহস্পতিবার নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে দুর্ঘটনার বিষয়টি সরেজমিন অনুসন্ধান করে ১০ দিনের মধ্যে নৌ-পরিবহণ সচিবের কাছে সুপারিশসহ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- নৌ-পরিবহণ অধিদপ্তরের ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার মো. সিরাজুল ইসলাম, বিআইডবিস্নউটিসির পরিচালক (অর্থ) শাহিনুর ভূইয়া এবং বিআইডবিস্নউটিএ'র পরিচালক (নৌসংরক্ষণ ও পরিচালন) মো. শাহজাহান। কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২৩ জুলাই সকালে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে রো রো ফেরি শাহজালালের পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ফেরির ২০ যাত্রী আহত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে