অবশেষে রাজধানীর বেইলী রোডে ঘাতক ট্রাকের চাপায় নুর আলম নিহতের ঘটনায় চালক জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছের্ যাবের গোয়েন্দারা। গ্রেপ্তার চালক সিমেন্টের ট্রাক চালানোর আগে দশ বছর রাজধানীর গাবতলীতে ইট বালুর ট্রাক চালিয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারের্ যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।
গত ২৪ জানুয়ারি ভোর সাড়ে ৫টায় রাজধানীর বেইলি রোডে একটি সিমেন্ট কোম্পানির বেপরোয়া গতির খালি ট্রাক ডিম বহনকারী ২টি ভ্যানকে ধাক্কা দিলে আহত হন ভ্যানচালক তুহিন (৩০)। আর নিহত হন আরেক ভ্যানচালক নূর আলম (৩৩)।
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd