শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিদেশ যাওয়া হলো না জাহাঙ্গীরের

যাযাদি রিপোর্ট
  ০৩ জুলাই ২০২২, ০০:০০

জাহাঙ্গীর মাতবরের ইচ্ছে ছিল মালয়েশিয়া যাওয়ার। সেজন্য শারীরিক পরীক্ষা (মেডিকেল চেকআপ) করাতে ঢাকায় এসেছিলেন। কিন্তু কে জানত এই রাজধানী থেকে তাকে ফিরে যেতে হবে লাশ হয়ে। ভাগ্যের চাকা ঘোরাতে ৩৫ বছরের জাহাঙ্গীর বিদেশ যেতে চেয়েছিলেন। কিন্তু পল্টনে বায়তুল মোকাররমের সামনে মনজিল পরিবহণের একটি বাসের ধাক্কায় প্রাণ হারান।

শনিবার সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সকাল

৯টা ৪০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাগ্নে মাইদুল ইসলাম বলেন, 'আমার মামা মালয়েশিয়া যাওয়ার জন্য গতকাল (শুক্রবার) মেডিকেল করতে ঢাকায় আসেন। আজ সকালে আমরা ৪ জন মেডিকেল করার উদ্দেশে বায়তুল মোকাররমের গেটের সামনে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়াই। আমি আর আমার মামা রাস্তা পার হতে এক পাশে দাঁড়াই। অন্য দুজন রাস্তা পার হয়ে যায়। পরে মামা সিগন্যাল দিয়ে পার হতে গেলে মনজিল পরিবহণ মামাকে ধাক্কা দেয়। এরপর তার মৃতু্য ঘটে।'

মাইদুল জানান, তাদের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী থানার পূর্বদি গ্রামে। জাহাঙ্গীর মাতবর ওই এলাকার ইফাজ উদ্দিনের ছেলে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, এ ঘটনায় বাসটি (ঢাকা মেট্রো-ব-১৪-১৬৩০) আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে