সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

স্পা সেন্টারে অভিযানের সময় ভবন থেকে পড়ে নারীর মৃতু্য

যাযাদি ডেস্ক
  ১২ জানুয়ারি ২০২৩, ০০:০০

আবাসিক ভবনে বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনার বিরুদ্ধে গুলশানে অভিযান চালিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে গুলশান-২ নম্বরের একটি ভবনে এ অভিযান চালানো হয়। এ সময় ভবন থেকে নিচে পড়ে যান দুই নারী। তাদের মধ্যে ফারজানা বেগম (১৯) নামে একজনের মৃতু্য হয়েছে। আহত অন্যজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ফারজানা সপরিবার খিলক্ষেত বটতলায় থাকতেন। তাদের বাড়ি খুলনার বটিয়াঘাটায়।

পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মো. আ. আহাদ গণমাধ্যমকে বলেন, ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত গুলশানের আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালান। তারই অংশ হিসেবে বুধবার ৪৭ নম্বর সড়কের ভবনটিতে অভিযান চালানো হয়।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আবাসিক ভবনে বাণিজ্যিক প্রতিষ্ঠান চালানোর অভিযোগে বেলা ২টার দিকে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত গুলশান-২-এর ৪৭ নম্বর সড়ক-সংলগ্ন একটি ভবনে অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে এপবিএনের সদস্যরা ছিলেন। অভিযান পরিচালানার একপর্যায়ে ফারজানাসহ দুই নারী নিচে পড়ে যান।

মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, বিকাল সোয়া ৪টার দিকে ফারজানাসহ দুই নারীকে হাসপাতালে আনা হয়। এ সময় চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করেন। আহত অপর নারী এই হাসপাতালে চিকিৎসাধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে