সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা সরকারের 'মদদে'

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
  ১৪ মার্চ ২০২৩, ০০:০০

'বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলন যখন গণবিস্ফোরণের দিকে যাওয়ার উপক্রম- তখন জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশে পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা সরকারের দ্বারা সংগঠিত হয়েছে' বলে অভিযোগ তুলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ হামলাকে 'পূর্বপরিকল্পিত' উলেস্নখ করে বলেছেন, 'পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না করে এ ধরনের একটা জলসার অনুমতি দেওয়া এবং যেসব বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে- আগে থেকেই সেগুলোতে সাদা ফ্ল্যাগ দিয়ে চিহ্নিত করা ছিল, যা প্রমাণ করে এ ঘটনা পূর্বপরিকল্পিত এবং সরকারের মদদেই হয়েছে।'

সোমবার ঠাকুরগাঁও জেলা বিএনপির বর্ধিত সভার আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, ঠাকুরগাঁও-৩ আসনের

সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, যুগ্ম সম্পাদক পয়গাম আলী, ওবায়দুলস্নাহ মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ঘটনায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদের অভিযোগেরও জবাব দেন ফখরুল। তিনি বলেন, 'তিনি (তথ্যমন্ত্রী) বুঝতে পারেন না তার কথা এখন আর কেউ বিশ্বাস করে না। পঞ্চগড়ে গিয়ে তথ্যমন্ত্রী আমাদের সাবেক এমপি হারুন (চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের হারুনুর রশীদ) ও রুমিন ফারহানাকে দায়ী করেছেন; তাদের ফেসবুক আইডি থেকে নাকি এ ঘটনাকে প্রশ্রয় দেওয়া হয়েছে। তথ্যমন্ত্রীর এমন কথা সর্বাত্মক মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। রুমিন ফারহানা ও হারুন সাহেব ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, তাদের এ ধরনের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই; ফেক ফেসবুক অ্যাকাউন্ট থেকে এগুলো করা হয়েছে। হারুন ও রুমিন ফারহানা অত্যন্ত দায়িত্বশীল রাজনৈতিক নেতা। তারা এই ধরনের পোস্ট করবে ফেসবুকে, এটা বাংলাদেশের মানুষ কখনই বিশ্বাস করে না। আমি খুব দৃঢ়তার সঙ্গে বলছি, পঞ্চগড়ের এই ঘটনার সঙ্গে সরকার সরাসরিভাবে জড়িত; তাদের প্রত্যক্ষ, পরোক্ষ মদদে এ ঘটনা ঘটেছে। এর দায়দায়িত্ব সম্পূর্ণভাবে সরকারকে নিতে হবে।

এই ঘটনায় বিএনপির সমর্থক, নেতাকর্মীর বিরুদ্ধে 'অন্যায়ভাবে' মামলা করা হয়েছে বলেও অভিযোগ করেন ফখরুল। বলেন, '১৮০ জনের ওপরে গ্রেপ্তার করা হয়েছে। পঞ্চগড়ে প্রকৃতপক্ষে একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছে। আমাদের নেতাকর্মী, সমর্থকরা কেউ বাসায় থাকতে পারছেন না। তারা পালিয়ে বেড়াচ্ছে পুলিশের কারণে।'

'তত্ত্বাবধায়ক সরকার অনির্বাচিত ও গণবিচ্ছিন্ন এবং তা এখন বাংলাদেশের আইনবিরোধী'- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তখন ওবায়দুল কাদের সাহেব কোথায় ছিলেন, যখন আওয়ামী লীগ এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতেই ১৭৩ দিন হরতাল করেছিলেন এবং লগি-বৈঠা দিয়ে মানুষ খুন করেছিল? তত্ত্ব্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোনো গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এটা দেশের প্রত্যেকটি মানুষ বিশ্বাস করে।

তিনি বলেন, আওয়ামী লীগ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পাচ্ছে, কারণ সেভাবে নির্বাচন হলে তাদের কারও জামানত থাকবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে