সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

নির্বাচনকালীন সরকার হবে কি না আমরা জানি না

-জি এম কাদের
যাযাদি ডেস্ক
  ১২ জুন ২০২৩, ০০:০০

নির্বাচনকালীন সরকার হবে কি না আমরা জানি না উলেস্নখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, আমাদের শাসন পদ্ধতিতে সব ক্ষমতা কেন্দ্রীভূত থাকে প্রধানমন্ত্রীর হাতে। মন্ত্রিসভায় কে থাকল, না থাকল অথবা সংসদে কতজন সদস্য আছে বা নেই তাতে কিছু আসে যায় না।

রোববার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জি এম কাদের।

প্রধানমন্ত্রীকে তার জায়গায় রেখে কোনো পরিবর্তনকে পরিবর্তন বলে মনে করেন না উলেস্নখ করে জি এম কাদের বলেন, 'বর্তমান পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বর্তমান পদ্ধতির পরিবর্তন হলেই সুষ্ঠু নির্বাচন হতে পারে। কী পদ্ধতিতে হয় সেটার ওপর অনেক কিছু নির্ভর করে।'

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমাদের দেশে নির্বাচনগুলোতে কোনো দলেরই সব আসনে যোগ্য প্রার্থী দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই কোনো না কোনো দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে হয়। প্রধান দুই দলের নেতৃত্বে শেষ পর্যন্ত দুটি জোটের প্রতিদ্বন্দ্বিতা হয়। এক পর্যায়ে সব দল নিজস্বতা হারিয়ে দুটি দলে বিলীন হয়।'

তিনি আরও বলেন, 'এ পরিপ্রেক্ষিতে আমরা তিনশ' আসনের নির্বাচনের জন্যই প্রস্তুতি নিচ্ছি। দলকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছি। তবে নির্বাচনের সময়ে নির্বাচনের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে