সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
স ং গ ঠ ন স ং বা দ

নেপালে এশিয়ান ইয়োগা প্রতিযোগিতায় তাসনুভার দ্বিতীয় স্থান অধিকার

নতুনধারা
  ১৩ জুন ২০২৩, ০০:০০

নেপালের কাঠমান্ডুতে শেষ হলো টানা ৩ দিনব্যাপী তৃতীয় 'সাউথ এশিয়া ইয়োগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ' এবং 'মাউন্টেইন এভারেস্ট ইন্টারন্যাশনাল ইয়োগা ফেস্টিভ্যায়াল'-এর দ্বিতীয় আসর। ৮ জুন শুরু হওয়া এই প্রতিযোগিতাটি সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় ১০ জুন।

এই আন্তর্জাতিক লড়াইয়ে দুর্দান্ত পারফর্মেন্স করে পরপর দুইটি প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেন বাংলাদেশের প্রতিযোগী তাসনুভা সহিদ। 'সাউথ এশিয়া ইয়োগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ'-এ দ্বিতীয় হয়েছেন তিনি। একই সঙ্গে 'মাউন্টেইন এভারেস্ট ইন্টারন্যাশনাল ইয়োগা ফেস্টিভ্যায়াল'-তৃতীয় স্থান অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য প্রশংসা কুড়াচ্ছেন ইয়োগা প্রতিযোগী তাসনুভা সহিদ।

প্রতিযোগিতায় অংশ নিতে ৭ জুন কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। ১০ জুন ঢাকায় ফিরেছেন তিনি।

এই প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও আরও অংশ নিয়েছে- ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। নেপালে অনুষ্ঠিত এবারের এই 'মাউন্টেইন এভারেস্ট ইন্টারন্যাশনাল ইয়োগা ফেস্টিভ্যায়াল'-এ সার্ক সদস্য দেশগুলোর সঙ্গে আরও প্রতিদ্বন্দ্বিতা করেছে ইরান এবং সৌদি আরবের ক্রীড়াবিদরাও। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে