সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

মির্জা ফখরুলকে জিজ্ঞেস করেন সংলাপে রাজি কিনা

সাংবাদিকদের ওবায়দুল কাদের
যাযাদি ডেস্ক
  ০৩ জুলাই ২০২৩, ০০:০০

জাতীয় নির্বাচনের আগে সংলাপে বসতে বিএনপি রাজি থাকলে বিষয়টি 'বিবেচনায় নেওয়া হবে' বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, 'আপনি ফখরুলকে জিজ্ঞেস করেন তারা সংলাপ করতে রাজি আছে কিনা। এরপর আমরা বিবেচনা করব। কারণ আমাদের প্রেসিডেন্ট (রাষ্ট্রপতি) একবার ডেকেছিলেন, নির্বাচন কমিশন দুইবার তাদের ডেকেছে তারা আসেনি। তাদের অ্যাটিচিউডটা কী সেটা আগে জানান।'

তবে আগামী নির্বাচন যে সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই হবে, সে কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, 'কারও প্রেসক্রিপশন অনুযায়ী দেশে নির্বাচন হবে না। বিরোধী দলের কর্মসূচি রাজনৈতিকভাবে মোকাবিলা করতে নির্বাচনের আগ পর্যন্ত মাঠে থাকবে আওয়ামী লীগ।'

বিএনপি নির্বাচনে না এলে তা অংশগ্রহণমূলক হবে কিনা- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'আমি বলেছি নির্বাচন অংশগ্রহণমূলক হবে। কত দল নির্বাচনে অংশগ্রহণ করে সেটা দেখবেন। ''আমিই সব কিছু'', এ কথা আমাদের কারোরই মনে করা ঠিক না। আমি এখনো চাই বিএনপি নির্বাচনে আসুক। ইলেকশনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হোক, সেজন্য আমরা চাই।'

আগামী জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নে কাদের বলেন, 'উন্নয়ন সহযোগীরা সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা বলছে, আমরাও শুনছি। আমাদের সাথেও তারা কথা বলছে। কথা আমরা শুনব, পরামর্শও শুনব। ভালো কথা হলে, ভালো পরামর্শ কেউ দিলে সেটাও আমরা শুনব। তবে আমরা কারও নির্দেশনা নিয়ন্ত্রণে থাকব, এমনটি মনে করার কোনো কারণ নেই। কারও প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশে নির্বাচন হবে না। নির্বাচন হবে বাংলাদেশের সংবিধানকে অনুসরণ করে। অন্যান্য দেশের মতো নির্বাচনকালীন সরকার রেখে নির্বাচন হবে।'

বিরোধী জোটগুলো আন্দোলনের নামে সহিংসতা চালালে তা দলীয়ভাবে মোকাবিলা করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'আমাদের অবস্থান আমরা রাজনীতিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করব। রাজনীতির সঙ্গে যখন সশস্ত্র বা সহিংস কিছু যোগ হবে তখন পরিস্থিতিই বলে দেবে আমরা কী করব। সেটা তো আমরা চুপ করে বসে থাকতে পারি না। সেটা দেশের জনগণের জানমাল রক্ষার জন্য উদ্ভূত পরিস্থিতিতে আমরাও (মাঠে) থাকব। আমরা তো অলরেডি শান্তি সমাবেশ করে যাচ্ছি এবং আমাদের ঘোষণাই আছে ইলেকশন পর্যন্ত আমরা মাঠে, রাজপথে সতর্ক থাকব।'

নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া নিয়ে এক প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, 'বাজার পরিস্থির ওপর সরকারের সেভাবে হাত ছিল না। বাজার পরিস্থিতি ওঠানামা হবেই। আজকের সংকটে ওঠানামার মাত্রাটা আরও বাড়বেই এটি খুব স্বাভাবিক। সবকিছু সরকারের বাধন-কষনের ওপর নির্ভর করে এমনটা মনে করার কোনো কারণ নেই। সিন্ডিকেটের কারণে মূল্যবৃদ্ধির বিষয় যখন ঘটবে, তখন সরকারের একটা দায়িত্ব আছে। সরকার খোঁজখবর নিচ্ছে না এমন নয়। এখানে সরকারের সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় তাদের ওয়েতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করি এটা লাগাম ছাড়া থাকবে না, এক সময় এটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। সিন্ডিকেট বলেন আর যাই বলেন সিন্ডিকেট তো আর সরকারের চেয়ে শক্তিশালী না। সরকার চেষ্টা করছে সিন্ডিকেটের দৌরাত্ম্য কমাতে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে