শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দেশে ছদ্মবেশী বাকশাল কায়েম হয়েছে : ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
  ১৬ জানুয়ারি ২০২০, ০০:০০
বুধবার ঠাকুরগাঁওয়ের কুমারপুর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত বালিয়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর -যাযাদি

দেশের বর্তমান রাজনীতি পরিস্থিতির বিবরণ তুলে ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,

একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে দেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নেয়নি। গণতন্ত্র, মৌলিক অধিকার, সুশাসন ও বৈষমহীন সমাজ গড়ে তোলার স্বপ্ন নিয়ে কৃষক-শ্রমিক, ছাত্রজনতা স্বাধিকার আন্দোলনে অংশ নিয়েছিল। কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে আওয়ামী লীগ। সংবিধান সংশোধন করে দেশে নতুন আঙ্গিকে ছদ্মবেশী বাকশাল কায়েম করেছে আওয়ামী লীগ।

বুধবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত বালিয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, একাত্তরের আগে বহির্শত্রম্ন দেশের মানুষের মৌলিক অধিকার, গণতন্ত্র, স্বাধীনতা কেড়ে নিয়েছিল। এখন দেশের ভেতরে ঘরের শত্রম্ন মানুষের অধিকার থেকে বঞ্চিত করছে। বন্দুক-পিস্তল আর সন্ত্রাসীদের দিয়ে রাষ্ট্রক্ষমতায় বসে আছে ভোট ডাকাতের দল আ'লীগ। সংবিধানে উলেস্নখ রয়েছে দেশের মালিক জনগণ। সেই মালিকানাও কেড়ে নিয়েছে ফ্যাসিস্ট এ সরকার।

ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ দলের সহযোগী সংগঠনের নেতারা। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি আনোযার হোসেন লাল প্রমুখ।

বিএনপি মহাসচিব বলেন, 'দুবৃর্ত্তদের হাতে-সন্ত্রাসীদের হাতে দেশের শাসনভার। দেশে সংসদীয় গণতন্ত্র নেই। হ্যাঁ হুজুরের পালটাম্যান্টে দেশের মানুষের অধিকার খর্ব হচ্ছে প্রতিনিয়ত। নির্বাচন কমিশনকে নিজেদের বগলে নিয়ে প্রহসনের নির্বাচন করছে অবৈধ এ সরকার।'

চট্টগ্রামের উপনির্বাচন প্রসঙ্গে ফখরুল বলেন 'আ'লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের মিথ্যাচার আমাদের আহত করেছে। তাকে করুণা করা ছাড়া আর কোনো উপায় নেই। জবাবদিহির অভাবে ব্যাংকগুলো ফোকলা হয়ে গেছে। প্রকাশ্যে দেশে খুন, হত্যা, ধর্ষণের উৎসব শুরু হয়েছে। সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা কথা না ভেবে অনুষ্ঠান-উৎসব নিয়ে আওয়ামী লীগ ব্যস্ত। ঘুষ ছাড়া কোনো কাজ হচ্ছে না। ঘুষ দিয়ে শুধু নয়, আ'লীগের সিল ছাড়া চাকরি-বাকরি হয় না। এ জন্য দেশের জনগণ মুক্তিযুদ্ধ করেছিল কি?'

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়া কারাগারে বন্দি থেকে গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন। তাকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছে। যে মামলা উচ্চ আদালতে যাওয়ার আগে জামিন হয়ে যায়। তিনি বাইরে থাকলে সরকারের অপকর্ম ফাঁস হবে বলে এই ভয়ে তাকে জেলে আটক রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<84572 and publish = 1 order by id desc limit 3' at line 1