শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেচ চার্জরেট ৫০ শতাংশে কমিয়ে আনছে কৃষি মন্ত্রণালয়

নতুনধারা
  ১৭ এপ্রিল ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট

কৃষি উৎপাদন অব্যাহত রাখতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সেচ চার্জরেট ৫০ শতাংশে কমিয়ে আনছে কৃষি মন্ত্রণালয়।

বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় কৃষকদের সহায়তার লক্ষ্যে ও কৃষি উৎপাদন অব্যাহত রাখতে বিএডিসির সেচ চার্জরেট ৫০ শতাংশে কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এর আগে করোনাভাইরাস সংক্রমণের কারণে বোরো ধান কাটার শ্রমিকের অভাব থাকায় হাওর অঞ্চলের সাতটি জেলায় ধান কাটার যন্ত্র বরাদ্দ দিয়েছে কৃষি মন্ত্রণালয়। সাতটি জেলার জন্য জরুরি ভিত্তিতে নতুন ১৮০টি কম্বাইন হারভেস্টার ও ১৩৭টি রিপার বরাদ্দ করা হয়েছে। মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের আওতায় ৫০ শতাংশ ভর্তুকিতে ১০০ কোটি টাকার কৃষি যন্ত্রপাতি সরবরাহের কার্যক্রম চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরও জানানো হয়, আগামী জুনের মধ্যে সারাদেশে ৬৪টি জেলায় তিন ক্যাটাগরির কৃষি যন্ত্রপাতি যথা, কম্বাইন হারভেস্টার, রিপার এবং রাইস ট্রান্সপস্নান্টার সরবরাহ করা হবে। এসব আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ ও ব্যবহার বাড়লে কৃষি উৎপাদনের ব্যয় কমবে, ফসলের উৎপাদনশীলতা বাড়বে এবং ফসলের অপচয় রোধ হবে। পাশাপাশি এর মাধ্যমে কৃষি অধিক লাভবান হবে এবং কৃষির বাণিজ্যিকীকরণ ঘটবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<96438 and publish = 1 order by id desc limit 3' at line 1