শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাবি ভর্তি পরীক্ষা ২১ মে শুরুর প্রস্তাব

যাযাদি রিপোর্ট
  ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২১ মে থেকে শুরুর প্রস্তাব করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির জরুরি সভায় এ প্রস্তাবনা উপস্থাপন করা হয়। বৃহস্পতিবার ভর্তি পরীক্ষা কমিটির সভায় এটি চূড়ান্ত হবে।

সভায় উপস্থিত ডিনস কমিটির একজন সদস্য বলেন, 'ভর্তি পরীক্ষা শুরু হবে 'ক' ইউনিট দিয়ে। প্রস্তাবিত তারিখ অনুযায়ী পরীক্ষা হলে 'ক' ইউনিটের পরীক্ষা ২১ মে। এর পরদিন ২২ মে 'খ' ইউনিটের পরীক্ষা হবে। 'গ' ইউনিটের পরীক্ষা হবে ২৭ মে, 'ঘ' ইউনিটের পরীক্ষা ২৮ মে ও 'চ' ইউনিটের পরীক্ষা হবে ৫ জুন। সব পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে।

তিনি বলেন, এবারের পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। পরীক্ষাগুলো বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বহু নির্বাচনি অংশে ৪০ নম্বর এবং লিখিত অংশে ৪০ নম্বর থাকবে। আর এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএর ওপর ১০ করে ২০ নম্বর। ভর্তির আবেদনের সময়সীমা পরীক্ষা কমিটির মিটিংয়ে চূড়ান্ত হবে।'

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতরুজ্জামান বলেন, ১৮ তারিখ ভর্তি কমিটির সভায় সব চূড়ান্ত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে