শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জের গজারিয়ায় হামদর্দ জেনারেল হাসপাতাল উদ্বোধন

নতুনধারা
  ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

মুন্সীগঞ্জের গজারিয়ায় হামদর্দ নগরে অবস্থিত হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে হামদর্দ জেনারেল হাসপাতালের কার্যক্রম শুরু হলো। প্রধান অতিথি হিসেবে হাসপাতালের উদ্বোধন করেন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, ধর্ম মন্ত্রণালয়ের সচিব ড. মো. নূরুল ইসলাম, ওয়াক্‌ফ প্রশাসক (অতিরিক্ত সচিব) আব্দুলস্নাহ সাজ্জাদ, হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক সচিব কাজী গোলাম রহমান, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান ও প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ড. এ কে আজাদ খান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অবসরপ্রাপ্ত লে. জেনারেল আবু তৈয়ব মো. জহিরুল আলম এবং আধুনিক হামদর্দ বাংলাদেশের প্রতিষ্ঠাতা, হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্‌ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়ালস্নী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।

স্বাগত বক্তব্য উপস্থাপন করেন হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক লে. কর্নেল মাহবুবুল আলম চৌধুরী (অব.)। আরও উপস্থিত ছিলেন হামদর্দ বাংলাদেশের উপব্যবস্থাপনা পরিচালক ও মোতাওয়ালস্নী মো. জামাল উদ্দিন রাসেল, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক এস এম শফিক, মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার আশফাকুজ্জামান, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভিসি অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান। ধন্যবাদ জ্ঞাপন করেন সাবেক ধর্মসচিব, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. চৌধুরী মো. বাবুল হাসান। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে