শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টেস্ট ইতিহাসে প্রথমবার বিরল কীর্তি

ক্রীড়া ডেস্ক
  ২৬ জানুয়ারি ২০২১, ০০:০০

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো বিরল এক রেকর্ড গড়েছে ইংল্যান্ড। শ্রীলংকার বিপক্ষে গল টেস্টে ইতিহাসের প্রথম দল হিসেবে দুই ইনিংসে আলাদাভাবে পেস ও স্পিনারদের উইকেট নেওয়ার বিরল রেকর্ড গড়েছে তারা।

গল টেস্টের প্রথম ইনিংসে ৩৮১ রানে অলআউট হয় শ্রীলংকা। সে ইনিংসে লংকানদের ১০টি উইকেটই নিয়েছেন পেসাররা। ইংলিশ পেসার জেমন অ্যান্ডারসন ছয়টি, মার্ক উড ৩টি ও স্যাম কুরান ১টি উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সোমবার মাত্র ১২৬ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। এ ইনিংসে সবকয়টি উইকেটই নিয়েছেন ইংলিশ স্পিনাররা। বল হাতে ৪টি করে উইকেট নিয়েছেন ডম বেস ও জ্যাক লিচ। এছাড়া ২ উইকেট নেন জো রুট।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এবারই প্রথম এমন কোনো ঘটনা ঘটল। যেখানে পৃথক দুই ইনিংসে কোনো স্পিনার-পেসার উইকেট পাননি। তবে এক ইনিংসে উইকেট পাওয়া বোলার পরের ইনিংসে উইকেট পাননি এমন ঘটনা এটি দ্বিতীয়বার ঘটেছে। ২০১৯ সালে লংকানদের বিপক্ষে ইংলিশরাই এমন বিরল রেকর্ড গড়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে