শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোক নয়, পানি খান :রোনালদো

ক্রীড়া ডেস্ক
  ১৬ জুন ২০২১, ০০:০০

ইউরোতে নিজেদের প্রথম ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে মাঠে নামার আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে অন্যরকম এক কান্ড ঘটিয়েছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। স্বাস্থ্যসচেতন এই ফরোয়ার্ড সবাইকে কোকের বদলে পানি খাওয়ার আহ্বান জানিয়েছেন।

সংবাদ সম্মেলনের টেবিলে নিজেদের কোমল পানীয়ের বোতল রেখেছিল ইউরোর অফিশিয়াল স্পনসর কোকাকোলা। এটা তাদের প্রচারেরই একটা অংশ। কিন্তু সিআর সেভেন সোমবার নিজের স্বাভাবিক মুডে ছিলেন না। কোচ ফার্নান্দো স্যান্তোসের সঙ্গে সংবাদ সম্মেলন কক্ষে এসে চেয়ারে হেলান দিয়ে বসার পর রোনালদোর চোখ সামনে সাজানো কোকাকোলার দুটি বোতলের ওপর পড়ে। তৎক্ষণাৎ বোতল দুটি ক্যামেরার লেন্স থেকে সরিয়ে রাখেন তিনি। এরপর পানির বোতল হাতে নিয়ে সিআর সেভেন সবার প্রতি বলেন 'পানি খান'।

রোনালদোর এমন কান্ড দেখে সংবাদ সম্মেলন কক্ষে বেশ হাস্যরসের জন্ম হয়। অনেকেই এর পেছনের কারণ জানতে চান। পরে জানা যায়, রোনালদো আসলে ফিটনেস নিয়ে চরম নিয়মানুবর্তিতা মেনে চলেন। তাই অনেকদিন ধরেই কোমল পানীয় পান করা একেবারে ছেড়ে দিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে