শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

'সাফল্য পেতে পরিশ্রমের বিকল্প নেই'

ম ক্রীড়া প্রতিবেদক
  ১৯ মে ২০২২, ০০:০০

এশিয়ান কাপ ফুটবল বাছাই সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। মঙ্গলবার থেকে ২০ ফুটবলার নিয়ে মাঠে নেমে পড়েছেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। বসুন্ধরা কিংস অ্যারেনার চলছে বাংলাদেশ দলের প্রস্তুতি। দীর্ঘদিন পর আবারও জাতীয় দলে সবাই একসঙ্গে হতে পেরে খুশি অধিনায়ক জামাল ভুইয়া। আসন্ন টুর্নামেন্টে বাংলাদেশ দলের সাফল্য পেতে পরিশ্রমের বিকল্প নেই বলে মনে করেন দেশের অন্যতম সেরা এই মিডফিল্ডার।

আগামী জুনের ফিফা উইন্ডোতে বেশ ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। জুন উইন্ডোতে প্রথমেই রয়েছে ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ আগামী ১লা জুন? ইন্দোনেশিয়া জাতীয় ফুটবল দলের বিপক্ষে 'ফিফা টায়ার-১' আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এছাড়া আগামী ৮ই জুন হতে ১৪ই জুনের মধ্যে মালেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া 'এএফসি এশিয়ান কাপ চায়না- ২০২৩'-এর কোয়ালিফায়ার্স রাউন্ডে অংশ নেবে বাংলাদেশ দল। এশিয়ান কাপে বাংলাদেশ খেলবে বাহরাইন, তুর্কমেনিস্তান ও স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে। তাদের বিপক্ষে ইতিবাচক ফল করতে হলে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই বলে মনে করেন জামাল ভুইয়া, 'দীর্ঘদিন পর আমরা জাতীয় দলের হয়ে অনুশীলন করছি। ভিন্ন ভিন্ন ক্লাব থেকে সতীর্থরা এসেছে। তাদের সঙ্গে জাতীয় দলের হয়ে অনুশীলন করতে সবসময় ভালো লাগে। এশিয়ান কাপ বাছাই কঠিন হবে, অবশ্যই আমরা সাফল্য চাই, জানি সামনে কঠিন ম্যাচ আছে। সবাই সাফল্য চায়, কিন্তু সেটা পেতে হলে পুরো দলকে পারফর্ম করতে হয়। সাফল্য পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে।'

এদিকে দীর্ঘদিন পর জাতীয় দলে ডাক পেয়ে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস আনন্দিত। নিজের অনূভুতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেছেন, 'আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কোচকে ধন্যবাদ। আগেও বলেছি, দলে ফিরতে পেরেছি বলেই সন্তুষ্ট নই, দেশের হয়ে যখন আমি একাদশে খেলবো, সাফল্য নিয়ে আসবো, তখনই বলতে পারব আমি সন্তুষ্ট।' বুধবার কিংস অ্যারেনায় দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে