রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ইউরোপার ফাইনালে রোমা

ক্রীড়া ডেস্ক
  ২০ মে ২০২৩, ০০:০০

দুই মৌসুমে দ্বিতীয় ইউরোপীয় ট্রফি জয়ের পথে বেশ ভালোভাবেই টিকে আছে হোসে মরিনহোর দল রোমা। একই সঙ্গে উয়েফা ইউরোপা লিগের শিরোপা জয়ের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে তুলেছে ইতালিয়ান ক্লাবটি। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ইউরোপা সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার লেভারকুসেনের মাঠে স্বাগতিক জার্মান ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। ফলে প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে থাকায় দুই লেগ মিলিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে উঠেছে রোমা।

ইউরোপা কনফারেন্স লিগের শিরোপাধারীরা এদিন রাতে খুব কমই আক্রমণে গেছে। প্রথম লেগে এগিয়ে থাকায় মূলত রক্ষণই ছিল তাদের মূল লক্ষ্য। ওই ধারায় স্বাগতিকদের বেশ ভালোভাবেই হতাশ করে মরিনহোর শিষ্যরা। আর স্বাগতিক দলের প্রধান লক্ষ্য ছিল অন্তত একটি গোল করে সমতায় ফেরা। কিন্তু অতিরিক্ত আট মিনিটসহ পুরো ম্যাচেই নিজেদের রক্ষণকে আগলে রাখতে সক্ষম হয় অতিথি দলটি। ফলে আগামী ৩১ মে বুদাপেস্টের ফাইনালে সেভিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রোমা। স্প্যানিশ ক্লাবটি বৃহস্পতিবার রাতে জুভেন্টাসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে