রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন বার্সেলোনার টানা দ্বিতীয় হার

ক্রীড়া ডেস্ক
  ২৫ মে ২০২৩, ০০:০০

এস্পানিওলকে হারিয়ে চার ম্যাচ হাতে রেখে লা লিগা ট্রফি নিশ্চিত করেছিল বার্সেলোনা। তারপর থেকে নিজেদের হারিয়ে খুঁজছে কাতালান জায়ান্টরা। নু্য ক্যাম্পে শিরোপা উৎসবের দিন রিয়াল সোসিয়েদাদের কাছে হেরেছিল। আর মঙ্গলবার রাতে রিয়াল ভায়াদোলিদের কাছেও হারল তারা। রেলিগেশনের শঙ্কায় থাকা ভায়াদোলিদ ৩-১ গোলে চ্যাম্পিয়ন বার্সেলোনাকে হারিয়েছে। মৌসুমের পঞ্চম হারে কাতালানদের কোনো ক্ষতি হয়নি। তবে লাভ হয়েছে ভায়াদোলিদের। রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের লিজেন্ড রোনালদোর মালিকানাধীন দল অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে। লা লিগায় টিকে থাকার লড়াইয়ে দুই ম্যাচ হাতে রেখে অবনমনের স্থান থেকে একধাপ উপরে উঠেছে ভায়াদোলিদ। ৩৬ ম্যাচে ৩৮ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে তিন পয়েন্ট পেছনে গেটাফে, তাদের বিপক্ষেই ভায়াদোলিদের মৌসুমের শেষ খেলা। এই মাসেই ২৭তম লা লিগা শিরোপা নিশ্চিত করা বার্সা ২ মিনিটে পিছিয়ে পড়ে। ডিফেন্ডার আন্দ্রেস ক্রিস্টেনসেন বক্সের মধ্যে একটি ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজের জালে বল জড়ান। বক্সের মধ্যে গঞ্জালো পস্নাতাকে এরিক গার্সিয়া ট্যাকল করলে পেনাল্টি পায় ভায়াদোলিদ। ২২ মিনিটে কাইল লারিন জাল কাঁপান। ৭৩তম মিনিটে পস্নাতা স্কোর ৩-০ করেন। সম্ভাব্য অফসাইডের কারণে ভিএআর যাচাই করে গোলটি দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে