সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

নীরবেই ঢাকা আসছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক

ক্রীড়া ডেস্ক
  ০৩ জুলাই ২০২৩, ০০:০০
এমিলিয়ানো মার্টিনেজ

ভারতীয় উপমহাদেশ সফরের অংশ হিসেবে সোমবার ভোরে ঢাকা আসছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সবকিছু ঠিক থাকলে ভোর ৫টা ১০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। সফরকে কেন্দ্র করে ইতোমধ্যেই তিনি আমস্টারডাম থেকে রওনা দিয়েছেন। ৩৮ ঘণ্টার বিমানযাত্রা শেষে ঢাকা এসে পৌঁছাবেন তিনি। বাংলাদেশে প্রায় ১১ ঘণ্টা থাকবেন কাতার বিশ্বকাপে গোল্ডেন গস্নাভসজয়ী এই আর্জেন্টাইন তারকা। ঢাকা অবতরণে তার বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। কিন্তু তার ঢাকা সফর ঘিরে এখনো কোনো আয়োজন করা হয়নি। কেবল এই দুইটি জায়গায় ভ্রমণ বাদে বিশ্বকাপজয়ী এই তারকার আর কোনো কার্যক্রম নেই বাংলাদেশে। এমনকি বাংলাদেশ ফুটবল ফেডারেশনও তাকে বাফুফে ভবনে নিতে ও ফুটবলের অবকাঠামো ঘুরিয়ে দেখাতে নেয়নি কোনো উদ্যোগ। আর কলকাতায় তার আগমন নিয়ে রীতিমতো সাজসাজ রব পড়ে গেছে। বাংলাদেশ সফর শেষে তিনি যাবেন ভারতে। বাংলাদেশে এসে তিনি বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করার কথা রয়েছে 'বাজপাখি' খ্যাত এই গোলরক্ষকের। এমনটাই জানিয়েছেন ভারতীয় স্পোর্টস প্রমোটর কোম্পানি শতদ্রম্ন দত্ত অ্যাসোসিয়েটসের মালিক শতদ্রম্ন দত্ত। তিনিই মার্টিনেজকে নিয়ে আসছেন ভারত ও বাংলাদেশ সফরে। সামাজিক যোগাযোগ মাধ্যম খ্যাত ফেসবুকে এক স্ট্যাটাসে শতদ্রম্ন লিখেছেন, 'এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ফুটবল ও আর্জেন্টিনার প্রতি প্যাশনেট একটি দেশের জন্য এটি দারুণ ব্যাপার।' এর আগে বাংলাদেশে আসার বিষয়টি নিজের ফেসবুকেও নিশ্চিত করেন মার্টিনেজ। সেখানেই সফরের নানা দিক নিয়ে কথা বলেন অ্যাস্টন ভিলার এই গোলকিপার, 'আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমার ভারতীয় উপমহাদেশ সফর শুরু হচ্ছে ৩ জুলাই। এই সফর শুরু হবে বাংলাদেশ থেকে।' তিনি আরও যোগ করেন, 'সেখানে ফান্ডেডনেপট ও নেপট ভেঞ্চার্সের দলগুলোর সঙ্গে কথাবার্তা হবে। বাংলাদেশে দেখা-সাক্ষাৎ ও শুভকামনা বিনিময় শেষে কলকাতায় যাব। ভারতে আমার আড়াই দিনের সফর শুরু হবে। এই রোমাঞ্চকর ভ্রমণ নিয়ে আমি উচ্ছ্বসিত। এই সফর থেকে আমি অনেক কিছু শিখব এবং অভিজ্ঞতা নেব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে