সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

শারজায় আজ কিংসদের অগ্নিপরীক্ষা

ক্রীড়া প্রতিবেদক
  ১৫ আগস্ট ২০২৩, ০০:০০
গাজীপুরে আনসার একাডেমিতে ক্রীড়া প্রতিভা অন্বেষণ প্রোগ্রাম পরিদর্শন করেন সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হকসহ অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা -সংগৃহীত

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আজ মঙ্গলবার রীতিমতো অগ্নিপরীক্ষা বসুন্ধরা কিংসের। কারণ নিজেদের প্রথম ম্যাচে আজ স্থানীয় শারজাহ এফসির বিপক্ষে খেলবে অস্কার ব্রম্নজোন শিষ্যরা। ম্যাচটি হবে বাংলাদেশ সময় রাত ৯.৩০ মিনিটে। সেই ম্যাচের আগে কিংস শিবিরের মূল ভাবনা সংযুক্ত আরব আমিরাতের গরম। প্রতিপক্ষ কতটা কঠিন তা তো বলার অপেক্ষাই রাখে না। দলের সহকারী কোচ মাহবুবুর রহমান রক্সি জানালেন গরমের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে সেভাবেই অনুশীলন সূচি সাজিয়েছেন তারা।  

শারজাহ থেকে বসুন্ধরা কিংসের সহকারী কোচ বলেছেন, 'বাংলাদেশ থেকে আমরা চ্যাম্পিয়ন্স লিগ খেলতে এসেছি সেটা আমাদের বিশাল প্রাপ্তি। আমরা অস্কার ব্রম্নজনের কোচিং স্টাফরা যেটা চিন্তা করছি সেটা হলো এই গরমের সঙ্গে আমরা কীভাবে মানিয়ে নিতে পারি। সে অনুযায়ীই আমরা ট্রেনিং করছি। খেলোয়াড়রা সবাই উৎফুলস্ন আছে। ট্যাকটিক্যালি যে থিম ও ফিলোসফি আমাদের ভেতর আছে আমরা সেভাবেই আগাচ্ছি। ইনশাআলস্নাহ এই ম্যাচে আমরা ভালো কিছুই উপহার দিব।'

শারজায় এখন দিনে তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে। সন্ধ্যার পর তা ৪ ডিগ্রির মতো কমে আসে। যদিও সেটা কিংসের ফুটবলারদের জন্য অসহ্য। খেলোয়াড়দের চিন্তায় তাই প্রতিপক্ষের আগে গরম জায়গা করে নিয়েছে। 

দলের অন্যতম ফরোয়ার্ড সাদউদ্দিন বলেন, 'এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং ম্যাচ। এখানে আমরা শুধু ক্লাব নয়, বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি। ম্যাচটা নিয়ে আমরা সবাই খুব রোমাঞ্চ অনুভব করছি। দীর্ঘদিন ধরে আমরা একসঙ্গে ট্রেনিং করছি। আশা করছি ভালো একটা ম্যাচ খেলব আমরা।'

প্রতিপক্ষ ক্লাবে আছে মিরালেম পিয়নিচ ও পাকো আলকাসারের মতো ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে খেলা দুই ফুটবলার। বাংলাদেশের প্রথম ফুটবল ক্লাব হিসেবে বসুন্ধরা কিংস এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। আজ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ এফসির বিপক্ষে খেলবে বসুন্ধরা। বুধবার ঢাকা আবাহনী এএফসি কাপের ম্যাচ খেলবে সিলেটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে