শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ খেলতে চীন যাচ্ছেন তিন আরচার

ক্রীড়া প্রতিবেদক
  ২০ এপ্রিল ২০২৪, ০০:০০
বিশ্বকাপ খেলতে চীন যাচ্ছেন তিন আরচার

আগামী ২৩ থেকে ২৮ এপ্রিল চীনের সাংহাইতে অনুষ্ঠিত হবে আরচারি বিশ্বকাপ স্টেজ-১। এ প্রতিযোগিতায় অংশ নেবেন বাংলাদেশের তিন আরচার। তিনজই রিকার্ভ ইভেন্টের পুরুষ আরচার। তারা হলেন-এ সময়ের দেশসেরা পুরুষ আরচার মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, রামকৃষ্ণ সাহা ও সাগর ইসলাম। আরচ্যারি ফেডারেশন সূত্রে জানা গেছে, চার সদস্যের দল শনিবার চীনের উদ্দেশে রওনা হবে।

তিন আরচারের সঙ্গে কোচ যাচ্ছেন জার্মানির মার্টিন ফ্রেডরিখ। ম্যানেজার হিসেবে বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলের যাওয়ার কথা থাকলেও তিনি যাচ্ছেন না।

এবারের বিশ্বকাপে কোনো নারী আরচার পাঠাচ্ছে না ফেডারেশন। এর কারণ হিসেবে সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল বলেছেন, 'ছেলেদের অলিম্পিক কোটা পেস্নসের সুযোগ আছে। তাই এখানে শুধু ছেলেদের পাঠানো হচ্ছে। আমরা আশা করছি, তিনজনের একজন প্যারিস অলিম্পিকের কোটা পেস্নস পেয়ে যাবেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে