শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অলিম্পিক স্থগিতে সমর্থন আন্তর্জাতিক দুই সংস্থার

ক্রীড়া ডেস্ক
  ২৬ মার্চ ২০২০, ০০:০০

টোকিও অলিম্পিক স্থগিত হয়ে যাওয়ায় আইওসির সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ইন্টারন্যাশনাল বেসবল-সফটবল কনফেডারেশনের সভাপতি ডবিস্নউবিএসসি সভাপতি রিকার্ডো ফ্রেকারি এবং ইন্টারন্যাশনাল সার্ফিং এসোসিয়েশনের সভাপতি ফার্নান্দো আগুয়েরো।

ডবিস্নউবিএসসি সভাপতি রিকার্ডো ফ্রেকারি জানিয়েছেন, বেসবল-সফটবল যেমন অলিম্পিকে ফেরা প্রত্যাশিত ছিল, তেমনি ২০২১ সালের এই বিশ্ব আসরে সংহতির প্রতীক হয়ে উঠবে এবং বিশ্বব্যাপী অন্যতম সেরা হয়ে উঠবে উদযাপন। বিশ্বের সাধারণ জনগণের স্বাস্থ্যকে প্রথম অগ্রাধিকার দিয়ে তারপরই খেলাধুলা।

ডবিস্নউবিএসসির সভাপতি আরও বলেন, 'আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি), টোকিও ২০২০ এর আয়োজক কমিটি এবং জাপানের প্রধানমন্ত্রী আবে শিনজোর সঙ্গে মিলিত হয়ে অলিম্পিক গেমস টোকিও ২০২০ সালের শুরুটি ২০২১ সালের গ্রীষ্মের শেষের দিকে আয়োজন করার জন্য সিদ্ধান্ত নিয়েছে।'

'করোনা ভাইরাস বিশ্বে মহামারির দ্রম্নত ছড়িয়ে মহামারির রূপ নেওয়ায় অলিম্পিক স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বব্যাপী জনস্বাস্থ্য সংকটের মাঝে ক্রীড়াবিদ, কর্মকর্তা, দর্শক এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বাস্থ্য সুরক্ষা সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।'

বিশ্ব অলিম্পিকে বেসবল-সফটবল নিয়মিত একটি ডিসিপিস্নন হলেও গত দুটি আসর লন্ডন ও ব্রাজিলে খেলা দুটি ছিল না। বিশ্ব অলিম্পিক গেমস যখন অনুষ্ঠিত হতে যাচ্ছে বেসবলের দেশেই তখন সেখানে অন্তর্ভুক্ত না হয়ে পারে না। জাপানের জনপ্রিয় খেলাটি।

'সার্ফার হিসাবে, আমরা নমনীয় হতে অভ্যস্ত, এমনকি সবচেয়ে জটিল পরিস্থিতিতেও। একটি প্রাকৃতিক পরিবেশে সাগরে আমাদের খেলাধুলা অনুশীলন, আমরা জীবনের অবস্থার পরিবর্তন করতে অভ্যস্ত। এখন সময় এসেছে আমাদের সবার জন্য এই তরঙ্গকে আরও শক্ত করে প্যাডেল করার এবং উদ্দেশ্য এবং দৃঢ়পদক্ষেপের সাথে এগিয়ে যাওয়ার। একসাথে আমরা এই ভাইরাসকে পরাজিত করব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<94131 and publish = 1 order by id desc limit 3' at line 1