সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বিনিয়োগকারীদের আগ্রহ তিন আইটি কোম্পানির শেয়ারে

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ১২ মার্চ ২০২৩, ০০:০০

বিদায়ী সপ্তাহে (৫-৯ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ২ হাজার ৫৮৪ কোটি ৯৭ লাখ ৯৮৫ টাকার। এ পরিমাণ লেনদেনের ১২.৭২ শতাংশ সম্পন্ন করেছে আইটি খাতের তিন কোম্পানি।

কোম্পানিগুলো হলো জেনেক্স ইনফোসিস লিমিটেড, এডিএন টেলিকম লিমিটেড এবং আমরা নেটওয়ার্কস লিমিটেড। এর আগের সপ্তাহে আইটি খাতের এ তিন কোম্পানিই ডিএসইর মোট লেনদেনের ১৪.৪৬ শতাংশ সম্পন্ন করেছিল। এর মধ্যে আলোচ্য সপ্তাহে জেনেক্স ইনফোসিসের ১৫৪ কোটি ৪৭ লাখ ৮৬ হাজার লেনদেন হয়। যা বিদায়ী সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ৫.৯৮ শতাংশ। বিদায়ী সপ্তাহে এডিএন টেলিকমের ১০৫ কোটি ৩৬ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। যা গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ৪.০৮ শতাংশ। আইটি খাতের আরেক কোম্পানি আমরা নেটওয়ার্কসের গত সপ্তাহে ৬৮ কোটি ৮৭ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। যা গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ২.৬৬ শতাংশ। এ তিন কোম্পানিসহ বিদায়ী সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ৩৮.৩০ শতাংশ লেনদেন সম্পন্ন করে ৭টি কোম্পানি।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, ইস্টার্ণ হাউজিং লিমিটেড, শাইনপুকুর সিরামিকস, জেমিনি সি ফুড, রূপালী লাইফ ইন্সু্যরেন্স এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে