শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শেয়ারবাজার

শেষ মুহূর্তে বিক্রির চাপে দরপতন

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৭৩৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৭ দশমিক শূন্য ৮ পয়েন্টে
যাযাদি রিপোর্ট
  ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বৃহস্পতিবার সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবস তুলনায় এদিন লেনদেনের পরিমাণও কমেছে। এদিন সকাল থেকে সূচক ইতিবাচক ছিল। লেনদেনের শেষ মুহূর্তে বিক্রির চাপ বেড়ে যাওয়ায় দরপতন হয়।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, বৃহস্পতিবার ডিএসইতে সাতশ' কোটি ৭৮ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৭৩৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৭ দশমিক শূন্য ৮ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৭ দশমিক ১০ পয়েন্ট ও ডিএসইএস সূচক ২ দশমিক ৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রেমে ২ হাজার ১৩৭ দশমিক শূন্য ৯ পয়েন্টে ও ১ হাজার ৩৬৯ দশমিক ১৯ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫৩টির এবং কমেছে ১০৯টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৬৭টির। এদিন ডিএসইতে ফু-ওয়াং ফুডের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন কোম্পানিটি ৫৬ কোটি ৮২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে সি পার্ল বিচের ২১ কোটি ৯৪ লাখ টাকা, পাইওনিয়ার ইন্সু্যরেন্সের ২০ দশমিক ৭৫ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ১৮ কোটি ৪৯ লাখ টাকা, কন্টিনেন্টাল ইন্সু্যরেন্সের ১৬ কোটি ৫৫ লাখ টাকা, সোনালী পেপারের ১৬ কোটি ১৩ লাখ টাকা, মিরাকল ইন্ডাস্ট্রিজের ১৫ কোটি ৮৫ লাখ টাকা, গ্রিন ডেল্টা ইন্সু্যরেন্সের ১৪ কোটি ৭৬ লাখ টাকা, লিগ্যাসি ফুটওয়্যারের ১৩ কোটি ৬১ লাখ টাকা এবং ইয়াকিন পলিমারের ১৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- প্যারামাউন্ট ইন্সু্যরেন্স, পাইওনিয়ার ইন্সু্যরেন্স, স্ট্যান্ডার্ড ইন্সু্যরেন্স, সোনার বাংলা ইন্সু্যরেন্স, রিলায়েন্স ইন্সু্যরেন্স, গ্রিন ডেল্টা ইন্সু্যরেন্স, তাকাফুল ইন্সু্যরেন্স, মেঘনা লাইফ ইন্সু্যরেন্স, সমতা লেদার ও ইয়াকিন পলিমার।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- খান ব্রাদার্স পিপি, মেঘনা পেট, সি পার্ল বিচ, ক্রিস্টাল ইন্সু্যরেন্স, ডেফোডিল কম্পিউটার, লিগ্যাসি ফুটওয়্যার, নর্দার্ন জুট, ইস্টার্ন হাউজিং, ইন্ট্র্যাকো রিফুয়েলিং ও প্রাইম ইসলামী লাইফ ইন্সু্যরেন্স।

অপরদিকে, সিএসইতে বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৮ কোটি ৪৭ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস মঙ্গলবার ৫৩৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৬৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৫টির, কমেছে ৫৯টির এবং পরিবর্তন হয়নি ৬৪টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৪ দশমিক ৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৫২ দশমিক ৩৮ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ১ দশমিক ৪০ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৪ দশমিক ৪০ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৮ দশমিক ৪৪ পয়েন্ট এবং সিএসআই সূচক দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩০৭ দশমিক ৬১ পয়েন্টে, ১৩ হাজার ৪০৪ দশমিক ৪৭ পয়েন্টে, ১১ হাজার ১৫১ দশমিক শূন্য ৯ পয়েন্টে এবং ১ হাজার ১৭৪ দশমিক ৯৬ পয়েন্টে।

এদিন সিএসইতে সী পার্ল বিচের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন কোম্পানিটির ১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে এমারেল্ড অয়েলের ১ কোটি ২৩ লাখ টাকা, ফু-ওয়াং ফুডের ৭০ লাখ টাকা, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৪১ লাখ টাকা, লাফার্জহোলসিমের ৩৬ লাখ টাকা, খান ব্রাদার্স পিপি ওয়েব ব্যাগের ২০ লাখ টাকা, জেএমআই হসপিটালের ১৫ লাখ টাকা, ইস্টার্ন হাউজিংয়ের ১৪ লাখ টাকা এবং ইবনে সিনার ১৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে