শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি কমলেও বেড়েছে রাজস্ব

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ০৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি কমলেও বেড়েছে রাজস্ব

চলতি ২০২৩-২৪ অর্থবছরে প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি কমলেও রাজস্ব আহরণ বেড়েছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৪৮ কোটি দুই লাখ টাকারও বেশি রাজস্ব এসেছে এ সময়।

রাজস্ব আহরণ বৃদ্ধির কারণ হিসেবে কাস্টমস কর্তৃপক্ষ জানায়, হিলি স্থলবন্দর দিয়ে জিরা ও পাথর আমদানি থেকে সবচেয়ে বেশি শুল্ক আসে। চলতি অর্থবছরের শুরুতে জিরার শুল্কায়ন মূল্য দ্বিগুণ করা হয়। পাথরের শুল্কায়ন মূল্যও বাড়ানো হয়েছে। এর ওপর টাকার বিপরীতে ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় আমদানি কমলেও রাজস্ব আয় ইতিবাচক ধারায় ফিরেছে।

হিলি স্থল শুল্ক স্টেশন সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে হিলি স্থলবন্দর থেকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা এখনো নির্ধারণ করেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থবছরের প্রথম ছয় মাসে এই বন্দর দিয়ে রাজস্ব আহরণ হয়েছে ২৬১ কোটি ১৮ লাখ টাকা। গত অর্থবছরের একই সময় যা ছিল ২১৩ কোটি ১৬ লাখ টাকা। এ বছরের জুলাইয়ে ৩১ কোটি ৮০ লাখ টাকা, আগস্টে ৪৩ কোটি ৯২ লাখ টাকা, সেপ্টেম্বরে ৩৮ কোটি ৩৯ লাখ টাকা, অক্টোবরে ৩৬ কোটি ৭১ লাখ টাকা, নভেম্বরে ৫২ কোটি ৯৭ লাখ টাকা এবং ডিসেম্বরে ৫৭ কোটি ৩৯ লাখ টাকা রাজস্ব আয় হয়।

হিলি স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার বায়জিদ হোসেন বলেন, 'চলতি ২০২৩-২৪ অর্থবছরে হিলি স্থলবন্দর থেকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা এখনো নির্ধারণ করে দেয়নি এনবিআর। এরপরও আমরা জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ২৬১ কোটি ১৮ লাখ টাকা রাজস্ব আহরণ করতে সক্ষম হয়েছি। আমরা ধারণা করছি, গত অর্থবছর স্থলবন্দর থেকে যে পরিমাণ রাজস্ব আহরণ হয়েছিল সঙ্গে ৩০ শতাংশ যোগ করে নতুন অর্থবছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে এনবিআর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে