শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এডিবি খুশি

যাযাদি রিপোর্ট
  ০৩ এপ্রিল ২০২৪, ০০:০০
দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এডিবি খুশি

বাংলাদেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিনিধি দলের কোনো অবজারভেশন নেই, ওরা খুব খুশি। এই তথ্য জানিয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, এডিবির কাছে আরও বাজেট সহায়তা চাওয়া হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে নিজের দপ্তরে এডিবির ভাইস প্রেসিডেন্ট ফাতিমা ইয়াসমিনের সঙ্গে বৈঠকের সময় অর্থমন্ত্রী এই সহায়তা চান। অর্থ বিভাগের সচিব খায়েরুজ্জামান মজুমদার এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে অর্থমন্ত্রী ও অর্থ সচিব সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, আমরা এডিবির বার্ষিক সম্মেলনে যাচ্ছি। সেখানে আরও আলোচনা হবে।

এ সময় অর্থ সচিব বলেন, 'এডিবি আমাদের ৫০ বছরের বন্ধু। আমরা এডিবির কাছ থেকে ফান্ড পেয়ে আসছি, ভবিষ্যতে যেন আরও পাই সেজন্য অর্থমন্ত্রী অনুরোধ করছেন।'

উলেস্নখ্য, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে ফেব্রম্নয়ারি আট মাসে সুদ ও আসল বাবদ আন্তর্জাতিক ঋণদাতাদের প্রায় ২০৩ কোটি ডলার পরিশোধ করেছে সরকার। গত অর্থবছরের একই সময় পরিশোধ করেছিল ১৪২ কোটি ডলার। অর্থাৎ পরিশোধের পরিমাণ বেড়েছে ৪৩ শতাংশ। এর মধ্যে সুদ পরিশোধ করা হয়েছে ৮০ কোটি ৬০ লাখ ডলার (৮০৬ মিলিয়ন) আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা দ্বিগুণ হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে